Health tips

ত্বকের যত্নের সাবান রোমাঞ্ছণীয় স্বাস্থ্য উপযোগী ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে

ত্বকের যত্নের সাবান আমাদের দেশে অতি প্রয়োজনীয় পণ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । বিভিন্ন ধরণের প্রাকৃতিক নির্যাসে এটি তৈরি করা হয়ে থাকে । আমরা অনেকেই অনেক ধরনের সাবান ব্যবহার করে থাকি। আমাদের অবশ্যই আগে জানতে  হবে কোন সাবান গুলো আমাদের শরীরের জন্য উপকারি  এবং কোন সাবান গুলো আমাদের  শরীরের জন্য ক্ষতিকর তা অবশ্যই জানতে হবে । আজ আমরা ত্বকের যত্নে ব্যবহার্য কিছু সাবান সর্ম্পকে বিস্তারিত আলোচনা করব নিচের পাঠে।

আজ আমরা ত্বকের যত্নের সাবান নিয়ে আলোচনা করব ইত্যাদি।

ত্বকের যত্নের সাবান ব্যবহার:-

আমরা নিশ্চই প্রতিদিন স্নান করে থাকি। আবার কেউ কোউ গরম কালে দুই-তিন-বার স্নান করে থাকি। ভিবিন্ন ধরনের কাজ থেকে ফিরে আমরা ফ্রেস হওয়ার জন্য স্নান করি। এক্ষেত্রে  আমরা সুগন্ধি সাবান বা বডি জেল ব্যবহার করে থাকি।কিন্তু কখনও ভাবিনা এতে আমাদের শরীরের ক্ষতি হয় কি না। তাই সপ্তাহে কত দিন সাবান ব্যবহার করা উচিত এবং কেন আসুন তা জেনে নেই নিচের বিষয় গুলো পড়ে।

রোজ সাবান ব্যবহার করা কি উচিত….?

ত্বকের যত্নের সাবান রোজ সাবান ব্যবহার করা মোটেও উচিত নয়। আপনারা কি ভাবছেন রোজ সাবান ব্যবহার না কররে গায়ের ময়লা সব গায়েই থেকে যাবে। না কখনই না। অন্যদিকে স্নিন বিশেষজ্ঞরা কিন্তু প্রতিদিন গোসলে সাবান ব্যবহারের ঘোরতর বিপক্ষে। তাই এমন অবস্তায় আপনার সপ্তাহে ঠিক কদিন সাবান ব্যবহার করবেন এবং রোজ কেন সাবান ব্যবহার করবেন না তা জানতে হলে পড়তেই হবে আজকের এই বিশেষ পাট। ত্বকের যত্নের বিশেষ উপায় জানতে নিচের নির্দেশনা গুলো পড়ুন।

কেন রোজ সাবান ব্যবহার করা উচিত নয়..?

১। সাবান দেকতে যতই সুন্দর এ সুগন্ধিকর হোক না কেন এর পেছনে লুকিয়ে থাকে ক্ষতিকারক সব কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যা আমাদের নরম ও কোমল ত্বকের জন্য খুবই ক্ষতিকর ।

২। যে মারকিউরি স্কিন হোয়াইটেনিং সোপে থাকে তার থেকে কিন্তু আমাদের ত্বকে নানা ধরনের  ইনফেকশন হতে পারে ।

৩। প্রতিদিন সাবান  ব্যবহারের ফলে আমাদের দেহের প্রাকৃতিক ন্যাচারাল ওয়েল এর প্র্রভাব নষ্ট হয়ে যায়।

৪।আমাদের দেহে অনেক ব্যাকটেরিয়া থাকে যা আমাদের দেহকে ভিবিন্ন জীবানু থেকে রক্ষা করে । প্রতিদিন সাবান ব্যবহার করে এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমরা মেরে ফেলি । নিচে বিস্তারিত দেখুন।

কিভাবে সাবান ব্যবহার করা উচিত…?

সাবানে কম-বেশী ক্ষতিকারক ক্যামিক্যাল থাকে তাই একটু জেনে শুনে, বুঝে সাবান ব্যবহার করলেই নো- চিন্তা। আমরা অনেকেই দিনে দুই-তিন বার সাবান ব্যবহার করি । আমাদের এই বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। তাই আমাদের দৈনিক এক বার সাবান ব্যবহার করা স্রেয়।

রোদে যারা থাকে তাদের জন্য করণীয়:

যারা রোদে ঘুরে কাজ করে তারা কিন্তু ঘাম,ধুলো-ময়লা পরিস্কার করার জন্য সপ্তাহে তিনদিন সাবান বা বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। এতে স্নানের পর অবশ্যই বডি লোশন ব্যবহার করা উচিত । এতে আমাদর ত্বকের নমনীয়তা হারায় না ।

যারা সবসময় ঘরে তাকে তাদের জন্য করণীয় :

যারা বেশী রোদে যায় না বাড়িতেই কাজে ব্যস্ত থাকে তাদের জন্য সপ্তাহে দুই-বার সাবান ব্যবহার করাই উওম। কারণ বাড়িতে যারা কাজ করে তাদের বেশী ধুলো-ময়লা গায়ে মিশে না । তাই তাদের খুব কম  সাবান বা বডি ওয়াস ব্যবহার করলেই চলে।

ত্বকের যত্নে কোন সাবান ব্যবহার করবেন… 

আমাদের নিজেদের পরিস্কার পরিছন্ন রাখা অতি আবশ্যবক। তাই নিজেদের পরিস্কার পরিছন্ন্ রাখতে গিয়ে নিজেদের ত্বকের ক্ষতি করাও ঠিক নয়। তাই সাবান অবশ্যই ভাল ব্র্যান্ডের ও কম ক্যামিকেল থাকে এমন সাবান ব্যবহার করা উচিত। এক্ষেত্রে আপনি লাক্স ,ডাব, বায়োটিক,নিভিয়া, হিমালয়া,পামোলিভ ইত্যাদি সাবান বা বডি ওয়াস ব্যবহার করতে পারেন। এগুলো আমাদের ত্বকের জন্যক খুবই কম ক্ষতিকর।

পরিশেষে বলা যায় যে,আমরা প্রতিনিয়তই ত্বকে বিভিন্ন ধরনের সাবান ব্যবহার কির। ত্বকের জন্য উপযোগী এমন সাবানই সবসময় ব্যবহার করা উচিত । তাছাড়া ত্বকের যত্নের উপযোগী আরোও বিভিন্ন পণ্য সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের rent.winstarit.com এর সাথে থাকুন।

 সবাইকে আন্তরিক

          ধন্যবাদ

Related posts
Health tips

ঘরোয়া ভাবে পাইলস এর চিকিৎসা সাথে সাথে ফলাফল

পাইলস কি? ঘরোয়া ভাবে পাইলস এর…
Read more
Health tips

কালোজিরার উপকারিতা ও সর্তকতা, জানলে অবাক হবেন।

কালোজিরার উপকারিতা, কালোজিরার …
Read more
Health tips

মধুর উপকারিতা ও খাঁটি মধু চেনার উপায় 2022

মধুর উপকারিতা: সাধারণভাবে বলতে গেলে…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *