MobileProducts

Nokia মোবাইলের দাম ২০২১

Nokia মোবাইলের দাম

nokia  মোবাইল কেমন?

আসলে বলতে গেলে nokia মোবাইল বাজারে ফিরে আসায় পর থেকে এদেশের মোবাইলের বাজারে বেশ সাড়া ফেলেছে। শুধু এদেশের বাজারে অন্যন্যা দেশেও অনেকের মতে nokia ফোনগুলো বাজারের সেরা বলে মনে করে। nokia  ফোন মানেই একসময় আত্নবিশ্বাসের একটি প্রতীকের নাম। মোবাইলের বাজারে nokia  এক সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আবার ফিরে এসেছে Nokia মোবাইলের দাম কত বর্তমানে।

কোম্পানিটির ডিভাইসগুলো বিল্ড কোয়ালটি সুনাম কামিয়েছে অনেক। কারণ হল এর ডিভাইসগুলো অন্যন্যা মোবাইলের তুলনায়া অনেক মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। আর নির্মাতারা বলেছেন এই মোবাইল অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে। আজ আমরা Nokia মোবাইলের দাম নিয়ে ও সকল বিস্তারিত নিয়ে আলোচনা করব।

nokia মোবাইলের দাম:

  • nokia 6: 5 ইঞ্চি স্ক্রিন। অ্যান্ড্রয়েড ৪.০ ওরিও ওএস ও ৩ জিবি র্যাম। price: 8,899.
  • nokia 105: সিম একটি ও অন্যান্য অপারেটিং সিষ্টেম। price: 9,49.
  • nokia 216 ডুয়েল সিম: এটি  আছে অন্যান্য অপারেটিং সিষ্টেম ও ২.৪ ইঞ্চি স্ক্রিন। price: 1,950.
  • nokia 150: এটি  আছে অন্যান্য অপারেটিং সিষ্টেম ও ২.৪ স্ক্রিন। price: 1,500.
  • nokia 105 ডুয়েল সিম: এটি  আছে অন্যান্য অপারেটিং সিষ্টেম। price: 1,100
  • nokia 53 গিগাবাইট র্যাম: আছে ৩ জিবি র্যাম। অ্যান্ডয়েড ৭.১.১ নয়েজ ও ৫.২ ইঞ্চি স্ক্রিন। price: 7,999.
  • nokia 130 ডুয়েল সিম: এটি  আছে অন্যান্য অপারেটিং সিষ্টেম। price:  1,544.
  • nokia 106: এটি  আছে অন্যান্য অপারেটিং সিষ্টেম। price: 1,249
  • nokia আশা 503: এটি  আছে অন্যান্য অপারেটিং সিষ্টেম। price: 5,299.
  • nokia আশা 501: এটি  আছে অন্যান্য অপারেটিং সিষ্টেম। price: 4,529.

nokia বাটন মোবাইল:

nokia নতুন মডেলের দুটি সেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই দুটির মডেল হল ২০৭ এবং ২০৮। এই দুটি মডেল দেখেতে nokia এস ৪০ সিরিজের অপারেটিং সিম্টেমের মত। আর ২০৭ এবং ২০৮ এই দুটি সেটের মধ্যে বেশি পার্থক্য নেই দেখতে প্রায় একই রকমের সেট দুটি। ২০৮ এর একটি ক্যামেরা আছে ১.৩ মেগাপিক্সেল, ডুয়েল সিম ভার্সনের এবং ২০৭ এর কোন ক্যামেরা নেই। সেটগুলো লাল, হলুদ, সায়ান, সাদা এবং কালো রংঙ্গের পাওয়া যাবে।

nokia নতুন মোবাইল ২০১৯:

nokia  মোবাইলের দাম ২০১৯ খুবই সস্তা এবং মডেলগুলো খুবই সুন্দর। মডেলগুলো দেখলে যে কোন ক্রেতার চোখে পরবে অনেক সহজে এবং কিন্ত চাইবে এই সেটগুলো।

Nokia phone modleotherprice
nokia 5.1 plus৩ জিবি র্যাম।$7,999
nokia 8.1৪ গিগাবাইট র্যাম।$24,420
nokia 3310২.৪ ইঞ্চি স্ক্রিন।$2,898
nokia 2অ্যান্ড্রয়েড ৭.১.১ নয়েজ।$5,994
nokia 105সিম একক।$9,99
nokia 7 plus৬ ইঞ্চি স্ক্রিন। অ্যান্ড্রয়েড ৭.১ নয়েজ।৪ গিগাবাইট র্যাম।$19,994
nokia 6৫.৫ ইঞ্চি স্ক্রিন। অ্যান্ড্রয়েড ৭.০ নয়েজ। ৩ জিবি র্যাম।$10,999
nokia 1৫ ইঞ্চি স্ক্রিন। অ্যান্ড্রয়েড ৪.০ ওরিও ওএস।$3,549
nokia 3অ্যান্ড্রয়েড ৭.০ নয়েজ। ২ জিবি র্যাম।$7,599
nokia 8৫.৩ ইঞ্চি স্ক্রিন। অ্যান্ড্রয়েড ৭.১.১ নয়েজ। ৪ গিগাবাইট র্যাম।$22,994

আসল nokia মোবাইল চেনার উপায়:

বাজারে nokia  একটি জনপ্রিয় সেট আর এই সেটকে কিছু অসাধু ব্যবসায়ী এই সেটকে নকল করে বাজারে আমদানী করছে। তাই nokia  আসল সেট চেনার কিছু করুণীয়ও nokia  মালিকেরা রেখেছে। যাতে আসল nokia  সেট ক্রেতারা চিনতে পারে।

*#০৬# বাটন চাপলে দেখা যাবে ১৫ ডিজিটের কোড আসবে। এটিকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে (IMEI) এবং এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি।

এখন ৭ এবং ৮ তম সংখ্যার দিকে লক্ষ করোন এর ডিজিট যদি ০২ অথবা ২০ হল তাহলে এটি এসেম্বলিং আমিরাত এর এর কোয়ালিটি খুব খারাপ।

আবার, ৭ এবং ৮ এর ডিজিটি যদি ০৮ অথবা ৮০ হয় তার মানে এটি ম্যানুফেকচারিং দেশ হাঙ্গেরি অথবা র্জামানী এর কোয়ালিটি মোটামুটি ভাল।

আবার, ৭ এবং ৮ এর সংখ্যাটি যদি ১০,৭০,৯১ বা ০১, ০৭, ১৯ হয় তাহলে এটি ফিন্সল্যান্ডের এর কোয়ালিটি খুবই ভাল।

আবার, ৭ এবং ৮ এর সংখ্যাটি যদি ০০ হয় তাহলে এর কোয়ালিটি হল অরজিনাল।

oppo নতুন মোবাইল ও মডেল

Related posts
LaptopProduct ReviewProducts

Dell Laptop Price In Bangladesh Dell

Dell Laptop Price In Bangladesh Dell Dell laptops are one of the most popular laptop…
Read more
Products

Bicycle price in Bangladesh

bicycle price in bangladesh Bicycles are one of the most popular forms of transportation in…
Read more
Products

Top 10 Room Heater Price In Bangladesh

A room heater is a small appliance that is used to heat a room or enclosed space. Room heaters come…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *