Tips

সৌর বিদ্যুৎ কি? সৌর বিদ্যুৎ এর চুলার ব্যবহার ( What is solar electricity? Use of Solar Power oven )

সৌর বিদ্যুৎ কি

সৌর বিদ্যুৎ কি আজ আমরা  বিজ্ঞানের একটি অসাধারণ ব্যবহারিক বিসয় নিয়ে আলোচনা করব। পৃথিবীতে বিজ্ঞানের অনেক বিষ্ময় আবিস্কার রয়েরেছ তার মধ্যে অন্যতম হল সৌর বিদ্যুৎতের  আকর্ষনীয় আবিস্কার। যা বিদ্যুৎতের ব্যবহারকে কমিয়ে সৌর আলোয় মানুষের দৈনন্দিন জীবনকে পাল্টে দিয়েছে। আজ আমরা সৌর বিদ্যুৎ কি এ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করব এ অধ্যায়ে।

সৌর বিদ্যুৎ কি?

সাধারণত সূর্য থেকে বিকিরণ প্রক্রিয়ায় যে শক্তি নির্গত হয় মুলত তাই সৌর শক্তি। এটা হল পৃথিবীর শক্তির সবচাইতে বৃহৎ রিনিউয়েবল এনার্জি। আর এই রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জিকে রুপান্তরের মাধ্যমে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। সৌর কোষ(Solar Sell) যা সূর্য্যের আলোক শক্তিকে আলোক-বিভব ক্রিয়ার  মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে সৌর বিদ্যুৎ বলে।

সৌর বিদ্যুৎ যেভাবে  কাজ করে?

আমরা অনেক দিন বা বেশ কয়েক বছর ধরে সৌর বিদ্যুৎতের বিপ্লবের কথা শুনে আসছি। যার মূলমন্ত্র হল: এমন এক দিন আসবে,যেদিন আমরা বিনা খরচে বিদ্যুৎ ব্যবহার কর‌তে পারব। আর এ বিদ্যুৎতের মূল উৎস হল সূর্য।

সৌর শক্তি সাধারণত দুই ভাবে কাজ করে:

১। প্রত্যক্ষভাবে।

২। পরোক্ষভাবে।

  • প্রত্যক্ষ ব্যবহার:-

প্রত্যক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে ফোটো ভোলটাইক বলা হয়। প্রাথমিকভাবে এর ব্যবহার করা হয়ে থাকে ছোট ও মাঝারি পরিসরে।

  • পরোক্ষ ব্যবহার:-

সাধারণত ঘনীভূত সৌর শক্তি বা কনসেনট্রেডেট সোলার পাওয়ার এর মাধ্যমে পরোক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করা হয়।

সৌর বিদ্যুৎ এর আধুনিক ও যুগান্তকারী ব্যবহার……

সাধারণত বর্তমান তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আধুনিকভাবে কম খরচে অধিক বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আধুনিক ও যুগান্তকারি কিছু ব্যবহার নিচে দেওয়া হল:

১। সৌর বিদ্যুৎ।

২। সৌর শক্তির ব্যবহার রান্নার ক্ষেত্রে।

৩। সৌর চুলা বা সৌরতাপীয় ব্যবহার পদ্ধতি।

৪। যানবাহন চলাচলে সৌর বিদ্যুৎ কি এক অসাধারণ ব্যবহার।

৫। সৌর চার্জার।

৬। সৌর বিদ্যুৎতের বিশাল অবদান কৃষি ক্ষেত্রে।

সৌর বিদ্যুৎ ব্যবহারের পাঁচটি  আকর্ষনীয় উপায়…….

সৌর বিদ্যুৎ আজ পৃথিবীর সকল বিশেণ কাজে ব্যবহার হচ্ছে। সৌর বিদ্যুৎ ব্যবহারের পাঁচটি আকর্ষনীয় উপায় নিচে দেওয়া হল:-

১। আজকাল সেচ পাম্প সৌর বিদ্যুৎ এর সাহায্য চালানো হচ্ছে।

২। রান্নার কাজে সৌর বিদ্যুৎ ব্যবহার হচ্ছে।

৩। আমাদের ঘর বাড়ি আলোকিত করনে সৌর বিদ্যুৎ এর ব্যবহার হচ্ছে।

৪। যানবাহন চলাচলে সৌর বিদ্যুৎ এর ব্যবহার অনেক।

৫। বিভিন্ন ধরণের ইলেক্ট্রিকেল যন্ত্র চার্জের ক্ষেত্রে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

সৌর বিদ্যুৎ কি বিদ্যুৎএর চুলা:

সৌর বিদ্যুৎ হল সূর্য থেকে পাওয়া এক ধরণের শক্তি। যার ব্যবহার আজ বিশ্বব্যপি। অন্যদিকে এক বিশেষ প্রক্রিয়ায় সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে যে চুলার সাহায্য রান্না করা হয়ে থাকে,তাকে সৌর বিদ্যুৎ এর চুলা বলা হয়।

সৌর বিদ্যুৎ এর সুবিধা:

সৌর বিদ্যুৎ আজ আমাদেরকে যে ধরণের সুযোগ-সুবিধা দিচ্ছে তা বর্ণনাতীত। আমাদের  জীবনের প্রতি ক্ষেত্রে সৌর বিদ্যুৎ এর যে সুবিধা তা চিন্তাই করা যায় না। তাই বলা যায়, মানবিক জীবনে সৌর বিদ্যুৎ এর ব্যবহার অনেক।

পৃথিবীর পাঁচটি সেরা সৌর বিদ্যুৎ প্রকল্প:-

পৃথিবীর সেরা পাঁচটি সৌর বিদ্যুৎ কি এবং এই পাঁচটি বিদ্যুৎ প্রকল্পের নাম না জানলেই নয় নিচে এগুলো দেওয়া হল:-

১। প্রকল্প আরনিডো সোলার প্ল্যান্ট, স্পেন.

২। প্রকল্প সোলার ওয়ালপোলেঞ্জ, জার্মানি.

৩। প্রকল্প পিউরতোলানো ফটোভোলাটিক পার্ক,স্পেন.

৪। প্রকল্প ফটোভোলাটিক মোউরা পাওয়ার স্টেশন, পর্তুগাল.

৫। প্রকল্প ওলমেডিলা ফটোভোলাটিক পার্ক, স্পেন.

আলোচনার সর্বশেষ কথায় বলতে চাই যে, আজ আমাদের লেখার মূল সারমর্ম হল সৌর বিদ্যুৎ কি তা জানতেই আমাদের আপনাদের উর্দ্দেশে কলম ধরা। আরো অনেক কিছু সবার আগে জানতে আমাদের rent.winstarit.com এর সাথে থাকার জন্য আহব্বান রইল।

Related posts
Tips

আধুনিক বোরকা কালেকশন ও নতুন বোরকা ডিজাইন ২০২২

বর্তমান সময়ে সব মেয়েরা বোরকা পড়তে…
Read more
General KnowledgeTips

মেয়েদের ইসলামিক নাম (4000+) সকল অক্ষর দিয়ে

মেয়েদের ইসলামিক নাম, অর্থসহ ।মুসলিম…
Read more
Tips

কানের দুলের ডিজাইন | নতুন মডেলের কানের দুলের ডিজাইন ছবি ২০২২

কানের দুলের ডিজাইন কানের দুলের…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *