Health tips

ব্রণ দূর করার উপায় ৭ দিনে ব্রণ দূর করুন

ব্রণ দূর করার উপায় ত্বকের সমস্যা গুলোর মধ্যে অন্যতম সমস্যা ব্রণ। সাধারন ত্বকের চেয়ে তৈলাত্বক ত্বকে ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। তৈলাক্ত ত্বকে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে ব্রণের সৃষ্টি হয়। মুখের সৌন্দর্য্য নষ্ট করতে ব্রনের কাল দাগই যতেষ্ট। ব্রণ দূর করার জন্য আমরা নানা ধরনের ঔষুধ কসমেটিকস ব্যবহার করে থাকি। কিন্ত ব্রণ একেবারে র্নিমূল করা যায় না। যাতে মুখের ব্রণ একেবারে নির্মূল করা যায় তাই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন।

প্রাকৃতিক ভাবে দূত ব্রণ দূর করার সহজ উপায়। আজ আমরা ব্রণ দূর করার উপায় নিয়ে কথা বলব আপনি সহজেই স্থায়ী ভাবে ব্রণ দূর করতে পারবেন।

ব্রণ দূর করার উপায় ?

১. বরফ

সবচেয়ে কার্যকরী ও সহজ উপায় হচ্ছে বরফ। একটুকরো বরফ পরিষ্কার কাপরে মধ্যে নিয়ে কয়েক মিনিট ব্রণের উপরে ধরে রাখুন। এই ভাবে বারবার ব্যবহার করলে ব্রণের লাল হওয়া এবং ফোলা ভাব কমে যাবে।

২.লেবুর রস

ব্রন শুকানোর জন্য কার্যকারি ও সহজলভ্য উপাদান হল লেবুর রস। কারন লেবুতে রয়েছে সাইট্রিক এসিড যাতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। লেবুর রস এক টুকরো পরিষ্কার তুলোর মধ্যে মিশিয়ে ব্রণে লাগান।

এভাবে সারা রাত রাখুন। সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ে ফেলুন। ব্রণ দূর করার জন্য এ পদ্ধতি অনেক কার্যকরি।

কী কী উপায়ে ব্রণ দূর করা সম্ভব ?

এই পেইজের সকল নিয়ম গুলো নিয়মিত ব্যবহান করলে খুব সহজেই ব্রণ দূর করা সম্ভব।

৩.টুথপেষ্ট:

টুথপেষ্টের কথা শুনে হয়তো অবাক হচ্ছেন। টুথপেষ্ট ব্রণ দূর করার কোন জুরি নেই। রাতে ব্রাশ করার সময় কিছু টুথপেষ্ট ব্রণে লাগিয়ে দেন আর ম্যাজিক দেখুন। সকালে ঠান্ডা পানি দিয়ে ধোয়ে ফেলুন।

৪. রসুন

রসুনে আছে অ্যানটিসেপটিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল যা ব্রণ দূর করতে সাহায্য করে। এ টুকরো রসুন ভাল ভাবে পিষে ব্রণের উপর প্রলেপ করে দেন।

১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ কাজটি দিন পাচঁবার করতে হবে।

৫.মধু

মধুতে রয়েছে  এন্টিবায়োটিক যা ব্রণ নিরাময় করে থাকে। এক টুকরো পরিষ্কার তুলায় মধু মিশিয়ে ব্রণে লাগান। এবং ২ ঘন্টা পর ধুয়ে ফেলুন। মধু এবং দারচিনি পেস্ট করে ব্রণে লাগাতে পারেন ভাল ফল দিবে

৬.বেকিং সোডা

বেকিং সোডা  ময়লা এবং মৃত কোস গুলোকে দুর করে। এক চামচ বেকিং সোডার সাথে সামান্য পানি আর লেবুর রস পেষ্ট করে ব্রণে লাগান। এবং ৫ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই কাজটা দিনে তিন  বার করতে হবে ।  মনে রাখবেন বেকিং সোডা বেশি সময় ত্বকে রাখা যায় না।

পরিশেষে বলা যায় যে উপরের টেষ্ট গুলো নিয়মিত ব্যবহার করলে অনেক ফল পাবেন।  নিয়মিত আপডেট হেলথ টিপস পেতে আমাদের সাথে থাকুন। এবং শেয়ার করুন।

এই নিয়মগুলো ব্যবহার করলে ব্রণ দূর হবে ?

হ্যা উপরের এই নিয়মগুলো নিয়মিত কিছুদিন ব্যবহার করলে আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে এবং ব্রণ নতুন করে বের হওয়া বন্ধ হয়ে যাবে।

দাড়ি গজানোর ঘরোয়া সহজ উপায় পরীক্ষিত – ২০২১

ধন্যবাদ

Related posts
Health tips

ঘরোয়া ভাবে পাইলস এর চিকিৎসা সাথে সাথে ফলাফল

পাইলস কি? ঘরোয়া ভাবে পাইলস এর…
Read more
Health tips

কালোজিরার উপকারিতা ও সর্তকতা, জানলে অবাক হবেন।

কালোজিরার উপকারিতা, কালোজিরার …
Read more
Health tips

মধুর উপকারিতা ও খাঁটি মধু চেনার উপায় 2022

মধুর উপকারিতা: সাধারণভাবে বলতে গেলে…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *