Outsourcing

SEO এর কাজ শেখার উপায় কি ? SEO শিখে আয় করুন।

seo কিভাবে শিখবো যে পদ্ধতির মাধ্যমে একটি ওয়েবসাইট এবং কিওয়ার্ডকে র‌্যাংকিং করা হয় তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলা হল। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সংক্ষিপ্ত রূপ হল SEO। আর SEO এর পূর্ণরূপ হল Search Engine Optimization. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে পৌছে দিতে পারেন। মোট কথা যার মাধ্যমে একটা সাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথম পেইজে আনা হয় তাকে SEO বলা হয়। seo কিভাবে শিখবো একটা কথা সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার সাইটকে সকলের কাছে ব্যবহার করার উপযোগী করে তুলতে হয় বা সার্চ ইঞ্জিন এর প্রথম দিকে নিয়ে আসতে হয় সেটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে।

সার্চ ইঞ্জিন কি? seo কিভাবে শিখবো?

সার্চ ইঞ্জিন হলো একটা প্রোগ্রাম যা বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটের তথ্য সংগ্রহে রাখে এবং কোন ব্যবহারকারী যখন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে তখন এই প্রোগ্রাম রিলেটেড ডাটাবেস থেকে ওয়েবসাইট লিংক প্রদান করে থাকে। চলোন নিচে বর্তমানে বিশ্বের কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিন এর সাথে পরিচয় করে নিই:-

১। গুগল

২। বিং

৩। ইয়াহু

৪। ইয়ানডেক্স

৫। বাইদু ইত্যাদি।

কিভাবে একটি সার্চ ইঞ্জিন কাজ করে?

বিভিন্ন ধরনের সার্চ ইন্জিন বিভিন্ন ভাবে কাজ করে থাকে। তবে মূলত কার্যকমের পদ্ধতি অনেকটাই একই রকম। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আবার পূর্বের আলোচনা আবার করি। আপনি যদি ডোমেইন নির্বাচন কিওয়ার্ড ধরে সার্চ ইঞ্জিনে সার্চ করেন তাহলে নীচের ইমেজের মতো একটা সংখ্যা পেয়ে যাবেন যেখানে গুগল সো করছে ৮০,০০০ রেজাল্ট হন ০.৫৫ সেকেন্ডে। seo কিভাবে শিখবো?

এই সংখ্যাটি হলো গুগল ইনেডক্স বা যে সংখ্যা গুগল দেখাচ্ছে সেই সংখার কন্টেন্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে গুগল তাদের নিজস্য সার্ভারে জমা রেখেছে। এখন আপনি যা চাচ্ছেন গুগল আপনাকে পর্যায়ক্রমে সেগুলো আপনাকে সো করাবে। আর এই সো করার পর্যায়ক্রমটি হল কোন সার্চ ইন্জিন বা গুগল র‌্যাংকিং। এখন আর একটু গভীরবে আমরা সার্চ হঞ্জিনগুলোর কাজ করার পক্রিয়া সম্পর্কে জানাব।

ওয়েব ক্রলার বা ওয়েব স্পাইডার কি?

ওয়েব ক্রলার বা ওয়েব স্পাইডার হলো অটোমেটেড প্রোগ্রাম যা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ডাটা সংগ্রহ করে এবং নিজস্ব সার্ভারে তথ্য জমা করে রাখে। প্রত্যেক সার্চ ইঞ্জিন নিজস্ব ক্রলার আছে। আমি সার্চ ইঞ্জিন গুলোর কাজ করার পক্রিয়া নিজের ভাষায় বর্ণনা করেছি যাতে আপনারা কোন জামেলা ছাড়াই স্পষ্টভাবে আমার কথাগুলো বুঝতে পারেন। আপনার বুঝতে পারলেই আমার এ্ই কন্টেন্ট লেখার স্বাথ্যকতা।

যাই হোক আপনারা হয়তোবা আদমশুমারীর নাম সবাই শুনেছেন। ওয়েব ক্রলার এর সাথে তার একটা গভীর মিল রয়েছে। আদমশুমারী মানুষর বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। আর বিভিন্ন সার্চ ইঞ্জিন বিভিন্ন ওয়েবসাইট থেকে তাদের তথ্য সংগ্রহ করে। দেখছেন আপনার এই দুইয়ের মাঝে কত মিল।

নিশ্চই বাড়ির সদস্য সম্পর্কিত তথ্য। seo কিভাবে শিখবো সেই বাড়িতে কতজন সদস্য আছে, পুরুষের সংখ্যা, মহিলার সংখ্যা, বাচ্ছার বা ছেলে/মেছের সংখ্যা এবং তাদের বয়স কত ইত্যাদি। ঠিক তেমনি ওয়েব ক্রলার বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘুরে ঘুরে তাদের ডাটা সংগ্রহ করে।

এখন কথা হল যে ওয়েব ক্রলার কি রকম ডাটা সংগ্রহ করে?

ওয়েব ক্রলার যে সকল ডাটা সংগ্রহ করে তা  হল:- বিভিন্ন ওয়েবসাইটের বা ব্রগারের কন্টেন্ট, আর্টিকেল, ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি। এই সব ডাটাগুলো সংগ্রহ করে তাদের সার্ভারে জমা রেখে দেয়।

seo কিভাবে শিখবো ? কেমনে এসইও করবেন?

এখন আমি আবার পুনরায় এসইও বা সার্চ ইন্জিন অপ্টিমাইজেশন বিষয়ে ফিরে আসব। এতক্ষ আপনারা সার্চ ইঞ্জিন বিষয়ে জানছেন। এবার আপনার জানবেন আপনার সাইটকে কিভাবে আপনি প্রস্তুত করবেন। আপনার সাইটকে সার্চ ইঞ্জিনে  র‌্যাংক করার জন্য আপনাকে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনার সাইটকে র‌্যাংক করাতে হবে। আর এই পদ্ধতিকেই SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলা হয়।

এসইও কত প্রকার ও কি কি?

এসইও করার জন্য দুই ধরণের পদ্ধতি ব্যবহার করা হয়।

১। অফ পেইজ এসইও

২। অন পেইজ এসইও

অফ পেইজ এসইও seo কিভাবে শিখবো

অফ পেইজ এসইও হল নিজেই সাইটে কোন কাজ না করে যে এসইও করা হয় তাই অফ পেইজ এসইও যেমন:- অন্য ওয়েবসাইট থেকে নিজের সাইটের জন্য বেকলিংক তৈরী করা।

অন পেইজ এসইও seo কিভাবে শিখবো

অন পেইজ এসইও হল আপনার সাইটে ডুকে যে এসইএ করা হয় তাকে অন পেইজ এসইও বলা হয়।

আমারা পরবর্তীতে আরো এসইও নিয়ে আলোচনা করব। আর আপনারা SEO সস্পর্কে জানতে আমাদের পেইজে আরো ভিজিট করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন।

Related posts
OutsourcingTutorial

ফ্রি Full Stack Digital Marketing কোর্স + Live Project এ Practice করার সুযোগ।

এই কোর্সটি অন্য সকল ফ্রি কোর্সের মতো…
Read more
Outsourcing

অনলাইনে ইনকাম করার ১৫ টি সহজ উপায়

অনলাইনে ইনকাম করার ১৫ টি সহজ…
Read more
Outsourcing

Ways to how YouTube makes money

How YouTube makes money ? how to make money with youtube ? how to monetize youtube YouTube…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *