Outsourcing

ফ্রিল্যান্সার হওয়ার সহজ উপায় এবং সবচেয়ে বড় সুবিধাগুলো

আজ আমরা ফ্রিল্যান্সার হওয়ার সহজ উপায় নিয়ে আলোচনা করব। মানুষ টাকা উপার্জন করার জন্য অনেক পরিশ্রম করে থাকেন। কিন্তু সবার কাজ এর গতি সমান নয়। এক এক জন এক এক কাজ করে থাকেন। যে যাই কাজ করুক না কেন তার কাজটা যদি তার জন্য খুবই আনন্দদায়ক হয় তাহলে সে অনেক বেশি কাজ করতে আগ্রহী হবে। বর্তমানে মানুষ  অসহ্য জ্যাম পার হয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত কিংবা যেকোন একটি বিরক্তিকর চাকুরীকে অসহ্য তে পরিনত করে তোলতে পারে। অফিস এর বাঁধা ধরা নিয়ম এ বাইরে যদি আপনি নিজেই কিছু করতে চান তা হলে আপনি ফ্রিল্যান্সিং হতে পারেন। এটাই আপনার জন্য সবচাইতে ভাল হবে। এবং আপনি আপনার সর্বোচ্চ শিকরে পৌঁচাতে পারবেন।

বর্তমান সময়ের একটি জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যন্সিার বা আউটসোসিং। তবে বর্তমান সময়ে দক্ষতা ছাড়া প্রতিযোগিতামূলক মার্কেটপ্লেসে কাজ পাওয়া কঠিন। যখন কোনো ক্লায়েন্ট বা নতুন প্রজেক্ট সাবমিট করেন তখন এত সারা বিশ্বের ফ্রিল্যান্সাররা বিড করেন। তাই সকলের সাথে পাল্লা দিয়ে কাজ পেথে হলে আপনাকে অনেক কাজ জানতে হবে এবং অন্যেদের চেয়ে  ভাল কিছু জানতে হবে।

ফ্রিল্যান্সার হওয়ার সহজ উপায় এবং সবচেয়ে বড় সুবিধাগুলো কি কি

একজন ফ্রিল্যান্সার তার কাজের ক্ষেত্রে স্বাধীন। তার মানে এই না যে কাজ না করলেও চলবে। যেকোন মানুষ, ব্যবসায়িক, চাকুরীজিবী যাই হোক না কেন আপনাকে কাজ াঠিকই করতে হবে। কাজ না করলে আপনার কোন উপার্জন হবে না। একজন ফ্রিল্যান্সার হওয়া মানে শুধু নিজের স্বাধীনতা্ নয় বরং এর পাশাপাশি সমাজের প্রতি দাযিত্ব পালন করা। একজন  ফ্রিল্যান্সার তার পারিশ্রমিক এর ক্ষেত্রেও স্বাধীন।ফ্রিল্যান্সার হওয়ার সহজ উপায় তার দক্ষতার উপর নির্ভর করে আপনি আয় করতে পারেন। এবং একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনার যেটি দরকার সেটি হল সবার আগে আপনার দক্ষতা। কারণ আপনি কোন বিষয়ে দক্ষ না হলে আপনি আপনার  কাজটি সফল ভাবে করতে পারবেন না। আপনি মনে রাখবেন ফ্রিল্যান্সাররা যেমন আয় এর দিক থেকে স্বাধীন একইভাবে আয় কিন্তু সব সময় হয়না বা এক রকম হয়না।তাই ফ্রিল্যান্সার হতে হলে ফ্রিল্যান্সারের দক্ষতার পাশাপাশি উপরের বিষয়গুলি মেনে চলতে হবে। একজন সফল ফ্রিল্যান্সার এর তিনটি বড় সুবিধা নিছে দেওয়া হল:-

একজন বড় ফ্রিল্যান্সার এর তিনটি সুবিধা

* স্বাধীনতা

* নিজে কিছু করার আনন্দ লাভ

* দক্ষতা অনুযায়ী আয় এর নিশ্চয়তা

স্বাধীনতা একজন ফ্রিল্যান্সারের সবচাইতে বড় সম্পদ। আপনি চাইলে যখন খুশি কাজ করতে পারেন। মন চাইলে করবেন আর মন না চাইলে পরে করবেন। এটা একজন ফ্রিল্যান্সারের সমপূর্ণ নিজের স্বাধীনতা। এমন কি এই কাজ করার জন্য আপনাকে তেমন কোন ফরমাল পোশাক পরিদান করা প্রয়োজন নেই। নিজের মন মতো যেকোন পোশাক হলেই চলবে। আপনি কোন কাজ করবেন তা আপনি নিজেই নিধার্রণ করবেন। কারো হুকোম পালন করতে হবে না।

ফ্রিল্যান্সার হওয়ার সহজ উপায় সবচাইতে বড় আনন্দের বিষয় হচ্ছে আপনি নিজে কিছু করতে পারা।এবং তা থেকে আনন্দ পাওয়া। আপরার যে কাজটি করতে আপনার ভাল লাগে আপনি সেই কাজটি করবেন।

ফ্রিলান্সার হওয়ার জন্য আপনাকে পথমেই যা করতে হবে তা হল দক্ষতা অর্জন করা। কারণ দক্ষতা ছাড়া কোন কাজ করা সম্ভব হয়না। তাই আপনি যে কাটি করবেন আপনাকে সেই বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অবশেষে বলা যায় যে, আপনারা যারা শিাক্ষিত বেকার আছেন চাকুরীর জন্য অনেক চেষ্টা করেও চাকুরী পাচ্ছেন না। তারা চাকুরীর আশা বাদ দিয়ে নিজেই কিছু করার জন্য কারিগরি বিষয়ে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সার হয়ে নিজের সয়ল ক্যারিয়ার গড়ার জন্য দক্ষতা অর্জন করুন। এবং অনলাইন থেকে আয় করে একজন ফ্রিল্যান্সার হয়ে নিজেকে বদলে দিন।

Related posts
OutsourcingTutorial

ফ্রি Full Stack Digital Marketing কোর্স + Live Project এ Practice করার সুযোগ।

এই কোর্সটি অন্য সকল ফ্রি কোর্সের মতো…
Read more
Outsourcing

অনলাইনে ইনকাম করার ১৫ টি সহজ উপায়

অনলাইনে ইনকাম করার ১৫ টি সহজ…
Read more
Outsourcing

Ways to how YouTube makes money

How YouTube makes money ? how to make money with youtube ? how to monetize youtube YouTube…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *