পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে প্রায় ৫০০ হাজার বছর। পৃথিবীর শুরু থেকে বিশাল ছিল কিন্তু দেশ হিসেবে কোন স্থানের নাম নিধারর্ণ করা ছিলনা। আজ এই সুবিশাল পৃথিবীতে অনেক দেশের জম্ম হয়েছে এবং স্থানের নাম হয়েছে, পৃথিবীতে মোট কতটি দেশ আছে এই সুবিশাল পৃথিবীতে সর্বমোট ২৩৫ রাষ্ট্র রয়েছে। এর মধ্যে স্বাধীন রাষ্ট্র হচ্ছে ১৯৬টি, পরাধীন রাষ্ট্র আছে ৩৯টি। পৃথিবীতে কতগুলো ধর্ম আছে এখনো সঠিকভাবে ধারণা পাওয়া যায়নি। অনেকের মতে পৃথিবীতে ধর্ম আছে প্রায় ৪০০৩টি। ৪০০৩টি ধর্ম তাকলেও এর মধ্যে প্রধানত ৪টি ধর্মের মধ্যে জনসংখ্যা অনেক বেশি এর মধ্যে খিষ্ট্রান ধর্মের জনসংখ্যা প্রায় ২০০ কোটি এর উপরে ধারণা করা যায়। তার পরে ইসলাম ধর্মের মধ্যে আছে প্রায় ১৫০ কোটিরো উপরে। এর পর হচ্ছে হিন্দু ধর্মে এই ধর্মে আছে প্রায় ৯০ কোটি। এর পর হচ্ছে বোদ্ধ ধর্ম এর জনসংখ্যা হচ্ছে প্রায় ৩৭ কোটি। পৃথিবীতে মোট কতটি দেশ আছে?
আপনারা কি জানেন পৃথিবীতে কতগুলো মহাসাগর আছে? পৃথিবীতে মোট কতটি দেশ আছে?
পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে ৫টি। তাদের নাম হল: ১।প্রশান্ত মহাসাগর, ২।আটলান্টিক মহাসাগর, ৩।ভারত মহাসাগর, ৪।উওর মহাসাগর, ৫।দক্ষিণ মহাসাগর।
আপনারা কি জানে মহাসাগর কি? আসুন আমরা জানি মহাসাগর সর্ম্পকে
মহাসাগর হচ্ছে উন্মুক্ত এবং বিস্তীর্ণ পানিরাশি ও জলজ প্রাণীদের নিয়ে যে মহাসাগর গড়ে উঠেছে তাকে মহাসাগর বলে।
পৃথিবীতে কতগুলো মহাদেশ আছে এবং কি কি?
পৃথিবীতে মহাদেশের সংখ্যা হচ্ছে ৭টি। মহাদেশগুলোর নাম হল: ১।এশিয়া মহাদেশ ২।ইউরোপ মহাদেশ ৩।আফ্রিকা মহাদেশ ৪। উওর আমেরিকা ৫।দক্ষিণ আমেরিকা ৬। এন্টার্কটিকা ৭। ওশেনিয়া মহাদেশ।
মহাদেশ কি? মহাদেশ বলতে আমরা কি বুঝি?
মহাদেশ হচ্ছে অনেকগুলো রাষ্ট্রনিয়ে গঠিত একটি নামকেই মহাদেশ বলে।
পৃথিবীর সবগুলো দেশের নাম:
আফগানীস্থান, আল্বেনীয়া, আলজেরিয়া, ত্র্যান্ডোরা, আজিন্টিনা, আরমেনিয়া, অষ্ট্রলিয়া, অস্ট্রিয়া, বেলাবুশ, বাহামা দী, বাহরাইন, বাংলাদেশ, বার্বাডোস, আজেরবাইজান, বেলজিয়াম, বেলিজ, বেনিন, ভুটান, বোলিভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বোটস্বানা, ব্রাজিল, ব্রুনেই, বুলগেরিয়া, বুর্কিনা ফাসো, বুরুন্ডি, কাম্বোজ, ক্যামেরুন, কানাগা(আমি), উওর কোরিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডেন্মার্ক, মিশর, জিবুতি, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইস্ট টিমোর, ইকুয়েডর, ডোমিনিকা, হাইতি, গায়ানা, গিনি বিসাউ, গিনি, গুয়াতেমালা, গ্রেনাডা, গ্রীস, ঘানা, জার্মানি, জর্জিয়া, গাম্বিয়া, গাবন, ফা্ন্স, ফিনল্যান্ড, ফিজি, ইথিওপিয়া, ত্রস্ওয়াটিনি, ত্রস্তোনিয়া, ইরিত্রিয়া, নিরক্ষীয়, গিনি, এল সালভাদর, কুয়েত, দক্ষিণ, উওর কোরিয়া, কিরিবাটি, কেনিয়া, কাজাখস্তান, জর্ডান, জাপান, জামাইকা, আইভরি কোস্ট, হন্ডুরাস, হাঙ্গেরি , আইসল্যান্ড (ভি), ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, আয়ারল্যান্ড, ইতালি, ইস্রায়েল, চিলি, চীন, কলোমবিয়া, কমোরোস, কঙ্গো, তাইওয়ান, জিম্বাবুয়ে, জাম্বিয়া, ইয়েমেন, ভিয়েতনাম, ভেনিজুয়েলা, ভ্যাটিকান সিটি, ভানুয়াতু, উজবেকিস্তান, উরুগুয়ে, পালাউ, পালমিরা এটল, ওয়েক আইল্যান্ড, মিডওয়ে এটল, কিংম্যান রিফ, জনস্টন এটল, জারভিস আইল্যান্ড, পুয়ের্তো রিকো, গুয়াম, আমেরিকান সামোয়া, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, উওর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, তিউনিশিয়া, এিনিদাদ ও টোবাগো, ট্রান্সনিস্ট্রিয়া, টাঙ্গা, যাও, পূর্ব তিমুর, গাম্বিয়া, দ্য বাহামা, থাইল্যান্ড, তানজানিয়া, তাজিকিস্তান, সিরিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, সুরিনাম, দক্ষিণ সুদান, দক্ষিণ ওসেটিয়া, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, লাক্সেমবার্গ, মাদাগাস্কার, মালাউই, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মোলদাভিয়া, মোনাকো, মেঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, নাউরু, নেপাল, নেদারল্যান্ডস, আরুবা, কিউরাসাওসিন্ট মার্টেন, নিউজিল্যান্ড, রস নির্ভরতা টোকেলাউ, নরওয়ে, ওমান, পাকিস্তান, পালাউ, পানামা, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রুমানিয়া, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, সামোয়া, সান মেরিনো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র(ও)।
পৃথিবীর অনেক দেশগুলোর ভিতরে বিভিন্ন দ্বীপ রয়েছে এই দ্বীপগুলো নিয়েই বিভিন্ন দেশ গঠিত হয়েছে এই দ্বীপগুলো নাম:
আজাদ কাশ্মীর, গিলগিট বাল্টিস্হান, কুক দ্বীপপুঞ্জ নিউই, নিকারাগুয়া, নাইজার, নিউইউ, উওর সাইপ্রাস, উওর ম্যাসেডেনিয়া, সিঙ্গপুর, ক্রিসমার দ্বীপ, কোকোস(কিলিং), করাল সাগর দ্বীপ অঞ্চল, হ্যার্ড আইল্যান্ড এবং ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ, নরফোক দ্বীপ, লিচেনস্টেইন, লিতভা, , সলোমন দ্বীপপুজ্ঞ, কমনওয়েলথ বাজত্ব (ই), ইইউ সদস্য(সি), পিটক্যারেন দ্বীপপুঞ্জ, মন্টসেরাট, জিব্রাল্টার, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, কেম্যান দ্বীপপুঞ্জ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ব্রিটিশ ভারত মহাসাগর অঞ্চল, উওর মারিয়ানা দ্বীপপুঞ্জ, তুর্ক এবং কাইকোস দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া এবং সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, সারডিনিয়া, আষ্ট্রা ভ্যালি, সিসিলি, ট্রেন্টিনো-আল্টো আদিজ/সুডিরিল, কেপ ভার্দে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মতস্যবিশেষ, , সোমালিল্যান্ড, সাহ্রাবী আরব গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উওর সাইপ্রাস, ট্রান্সনিস্ট্রিয়া, দক্ষিণ ওসেটিয়া, নিউই, কোসোভো-কোসোভো প্রজাতন্ত্র, আড়ৎসক, আবখাজিয়া, নোয়াশা দ্বীপ, হাওলাদেশ আইল্যান্ড, বেকার আইল্যান্ড, মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ, জার্সি এর বেলিভিচ, আইস অফ ম্যান, গার্নসির বেলিকিক, ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি, সেন্ট হেলেনা, আসেনশন এবং ত্রিস্তান দকুনা, এঙ্গুইলা, আক্রোরিরি ও ধেকেলিয়া, , ইউক্রেন, উগা্ন্ডা, টুভালু, তুর্কমেনিস্তান।
পৃথিবীর যে সব দেশগুলো স্বাধীন সেই দেশগুলোর নামসহ স্বাধীনতার তারিখ:
স্বাধীনতা আসলে কি? স্বাধীনতা আমাদের কেন প্রয়োজন? স্বাধীনতা একটি দেশর জন্য কেন প্রয়োজন?
স্বাধীনতা হচ্ছে একটি দেশের সার্বভৌমত্ব। এটি একটি দেশকে মাথা উচু করে বাঁচতে সাহায্য কারে থাকে। স্বাধীনতা একটি দেশের কেন প্রয়োজন তার কারণ হল এটি একটি দেশকে স্বাধীন ভাবে চলতে সহায়তা করে থাকে এবং স্বাধীন ভাবে বাঁচতে সহায়তা করে থাকে। সবাই স্বাধীন হয়ে বাঁচতে চায় কেউ পরাধীন হয়ে বাঁচতে চায় না তাই একটি দেশের জন্য স্বাধীনতা প্রয়োজন।
দেশের নাম বা রাষ্ট্রের নাম | স্বাধীনতার তারিখ | দেশের নাম বা রাষ্ট্রের নাম | স্বাধীনতার তারিখ | |
বাংলাদেশ | ২৬/৩/১৯৭১ | অ্যান্টিগুয়া ও বাবুডা | ১/১১/১৯৮১ | |
আজারবাইজান | ১৮/৮/১৯৯১ | আর্জেন্টিনা | ৯/৭/১৮৮১ | |
বাহামা | ১০/৭/১৯৭৩ | আমেনিয়া | ২১/৯/১৯৯১ | |
বাহরাইন | ১৫/৮/১৯৯১ | অস্ট্রিয়া | ১৫/৫/১৯৫৫ | |
বারবাডোস | ৩০/১১/১৯৬৬ | বেলিজ | ২১/৯/১৯৮১ | |
বেলারুস | ৩/৭/১৯৪৪ | বেনিন | ১/৮/১৯৬০ | |
বেলজিয়াম | ২১/৭/১৮৩১ | বলিভিয়া | ৬/৮/১৮২৫ | |
আফগানিস্তান | ১৯/৮/১৯১৯ | বসনিয়া ও হার্জেগোভিনা | ১/৩/১৯৯২ | |
আলবেনিয়া | ২৮/১১/১৯১২ | বতসোয়ানা | ৩০/৯/১৯৬৬ | |
আলজেরিয়া | ৫/৬/১৯৬২ | ব্রাজিল | ৭/৯/১৮২৫ | |
ব্রুনাই | ১/১/১৮৮৪ | অ্যান্ডোরা | ১৪/৩/১৯৯৩ | |
বুলগেরিয়া | ২২/৯/১৯০৮ | অ্যাঙ্গোলা | ১১/১১/১৯৭৫ | |
বুর্কিনা ফাসো | ৫/৮/১৯৬০ | গণপ্রজাতন্ত্রী কঙ্গো | ৩০/৬/১৯৬০ | |
বুরুন্ডি | ১/৭/১৯৬২ | কোস্টারিকা | ১৫/৯/১৮২১ | |
কাবু ভের্দি | ৫/৭/১৯৭৫ | ক্রোয়েশিয়া | ৮/১০/১৯৯১ | |
চাদ | ১১/৮/১৯৬০ | সাইপ্রাস | ১/১০/১৯৬০ | |
চিলি | ১২/২/১৮৪৪ | চেক ও স্লোভাক প্রজাতন্ত্র | ২৮/১০/১৯১৮ এবং ১৭/১১/১৯৮৯ | |
কলম্বিয়া | ২০/৭/১৮১০ এবং ৭/৮/১৮১০ | এল সালভাদোর | ১৫/৯/১৮২১ | |
ডোমিনিকান প্রজাতন্ত্র | ২৭/২/১৮৪৪ | ইরিত্রিয়া | ২৪/৫/১৯৯৩ | |
পশ্চিম তিমুর | ২০/৫/২০০২ | এস্তোনিয়া | ১৪/২/১৯১৮ | |
ইকুয়েডর | ১০/৮/১৮০৯, ২৪/৫/১৮২২ এবং ২/৮/১৮১০ | ফিনল্যান্ড | ৬/১২/১৯৭১ | |
চেক ও স্লোভাক প্রজাতন্ত্র | ২৮/১০/১৯১৮ এবং ১৭/১১/১৯৮৯ | গাম্বিয়া | ১৮/২১৯৬৫ | |
ডোমিনিকান প্রজাতন্ত্র | ২৭/২/১৮৪৪ | জর্জিয়া | ২৬/৫/১৯১৮ | |
পশ্চিম তিমুর | ২০/৫/২০০২ | ঘানা | ৬/৩/১৯৫৭ | |
ইকুয়েডর | ১০/৮/১৮০৯, ২৪/৫/১৮২২ এবং ২/৮/১৮১০ | গ্রিস | ২৫/৩/১৮২১ | |
এল সালভাদোর | ১৫/৯/১৮২১ | গুয়াতেমালা | ১৫/৯/১৮২১ | |
ইরিত্রিয়া | ২৪/৫/১৯৯৩ | এস্তোনিয়া | ১৪/২/১৯১৮ | |
আইসল্যান্ড | ১৭/৬/১৯৪৪ | ফিনল্যান্ড | ৬/১২/১৯৭১ | |
ভারত | ১৫/৮/১৯৪৭ | গাম্বিয়া | ১৮/২১৯৬৫ | |
ইন্দোনেশিয়া | ১৭/৮/১৯৪৫ | জর্জিয়া | ২৬/৫/১৯১৮ | |
জামাইকা | ৬/৮/১৯৬২ | ঘানা | ৬/৩/১৯৫৭ | |
জর্ডান | ২৫/৫/১৯৪৬ | গ্রিস | ২৫/৩/১৮২১ | |
কাজাকিস্তান | ১৬/১২/১৯৯১ | গুয়াতেমালা | ১৫/৯/১৮২১ | |
কেনিয়া | ১২/১২/১৯৬৩ | গায়ানা | ২৬/৩/১৯৬৬ | |
উওর কোরিয়া | ৯/৯/১৯৪৮ | হাইতি | ১/১/১৮০৪ | |
দক্ষিণ কোরিয়া | ১৫/৮/১৯৪৫ | হুন্ডুরাস | ১৫/৮/১৮২১ | |
কুয়েত | ২৬/১/১৯৬১ | মাদাগাস্কার | ২৬/৬/১৯৬০ | |
কিরগিস্তান | ৩১/৮/১৯৯১ | মালয়শিয়া | ৩১/৮/১৯৫৭ | |
লাতভিয়া | ১৮/১১/১৯১৮ | ত্রিনিদাদ ও টোসাগো | ৩১/৮/১৯৬২ | |
লেবানন | ২২/১১/১৯৪৩ | টোঙ্গা | ৪/৬/১৯৭০ | |
লেসোথো | ৪/১০/১৯৬৬ | তিউনিসিয়া | ৯/১২/১৯৬১ | |
লাইবেরিয়া | ২৬/৭/১৮৪৭ | ইউক্রেন | ২৪/৯/১৯৯১ | |
লিথুয়ানিয়া | ১৬/২/১৯১৮ এবং ১১/৩/১৯৯০ | সংযুক্ত আরব আমিরাত | ২/১২/১৯৭১ | |
সোয়াজিল্যান্ড | ৬/৮/১৯৬৮ | যুক্তরাষ্ট্র | ৪/৭/১৭৭৬ | |
তাজিকিস্তান | ৯/৯/১৯৯১ | উবুগুয়ে | ২৫/৮/১৮২৫ | |
তানজানিয়া | ৯/১২/১৯৬১ | উজবেকিস্তান | ১/৯/১৯৯১ | |
সেশেল | ২৯/৬/১৯৭৬ | ভ্যাটিকান সিটি | ১১/২/১৯২৯ | |
সিয়েরা লিওন | ২৭/৪/১৯৬১ | ভেনেজুয়েলা | ৫/৭/১৯৪৫ | |
সিঙ্গাপুর | ৯/৮/১৯৬৫ | ভিয়েতনাম | ২/৯/১৯৪৫ | |
স্লোভাকিয়া | ১৭/৭/১৯৯৩ | ইয়েমেন | ৩০১১/১৯৬৭ | |
স্লোভানিয়া | ২৬/১২/১৯৯০ | জাম্বিয়া | ২৪/১০/১৯৬৪ | |
দক্ষিণ আফ্রিকা | ১১/১২/১৯৩১ | জিম্বাবুয়ে | ১৮/৪/১৯৮০ | |
শ্রীলংকা | ৪/২/১৯৪৮ | পাকিস্তান | ১৪/৮/১৯৪৭ | |
সুরিনাম | ২৫/১১/১৯৭৫ | পানামা | ২৮/১১/১৮২১ | |
পর্তুগাল | ১/১২/১৬৪০ | পাপুয়া নিউ গিনি | ১৬/৯/১৯৭৫ | |
কাতার | ৩/৮/১৯৭১ | প্যারাগুয় | ১৫/৫/১৮১১ | |
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড | ৬/১২/১৯২২ | পেরু | ২৮/৭/১৮২১ | |
ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র | ৮/৮/১৯৯১ | ফিলিপাইন | ১২/৬/১৮৯৮ | |
রোমানিয়া | ৯/৫/১৮৭৭ | পোল্যান্ড | ১১/১১/১৯১৮ | |
রাশিয়া | ১২/৬/ | নামিবিয়া | ২১/৩/১৯৯০ | |
রুয়ান্ডা | ১/৭/১৯৬২ | নিকারাগুয়া | ১৫/৯/১৮২১ | |
সাঁউ তুমি ও প্রিন্সিপি | ১২/৭/১৯৭৫ | নাইজার | ৩/৮/১৯৬০ | |
সার্বিয়া | ১৫/২/১৮০৪ | নাইজেরিয়া | ১/১০/১৯৬০ | |
মঙ্গোলিয়া | ২৬/১১/১৯২১ | নরওয়ে | ১৭/৫/১৯০৫ | |
মন্টিনিগ্রো | ২১/৫/২০০৬ | মাল্টা | ২২/৯/১৯৪৬ | |
মরক্কো | ২/৩/১৯৫৬ | মরিশাস | ১২/৩/১৯৬৮ | |
মোজাম্বিক | ২৫/৬/১৯৭৫ | মেক্সিকো | ১৬/৯/১৮১০ | |
মায়ানমার | ৪/১/১৯৪৮ | মলদোভা | ২৭/৮/১৯৯১ | |
মালদ্বীপ | ২৬/৭/১৯৬৫ | মালি | ২২/৯/১৯৬০ |
পৃথিবীতে সেরা কয়েকটি ভাষার নাম:
ভাষা কি?
মনের ভাব প্রকাশ করা জন্য আমরা বাগযন্ত্রের সাহায্য যে সব ধ্বনি উচ্চারণ করে থাকি সেই সব উচ্চারণগুলোকেই ভাষা বলি।
১। চীনা ভাষা ২।স্পনীয় ভাষা ৩। ইংরেজি ভাষা ৪। আরবি ভাষা ৫। হিন্দি ভাষা ৬। বাংলা ভাষা ৭। পর্তুগিজ ভাষা ৮। রুশ ভাষা ৯। জাপানি ভাষা ১০। লাহান্দা ভাষা ১১। জাভানীয় ভাষা ১২। কোরীয় ভাষা ১৩। জার্মান ভাষা ১৪। ফরাসি ভাষা ১৫। তেলুগু ভাষা ১৬। মারাঠি ভাষা ১৭। তুর্কি ভাষা ১৮। উর্দু ভাষা ১৯। ভিয়েতনামীয় ভাষা ২০। তামিল ভাষা ২১। ইতালীয় ভাষা ২২। ফার্সি ভাষা ২৩। মালয় ভাষা