নগদ একাউন্ট দেখার নিয়ম ও নগদ একাউন্ট খোলার নিয়ম
আজ আমরা আলোচনা করব নগদ একাউন্ট এর সকল বিষয় নিয়ে। কিভাবে নতুন নিয়মে নগদ একাউন্ট দেখতে হয়। তা অনেকে হয়ত জানেন না। কিন্তু আবার অনেকে জানেন। তবে সেই নতুন নিয়ম টি কিভাবে অনুসরণ করতে হয় তা আপনাদেরকে জানানোর জন্য আমরা আজকে নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। নগদ একাউন্ট দেখার নিয়ম, তবে আমরা আপনাদেরকে জানাবো নতুন নিয়ম টি। এবং নগদ একাউন্ট এর সকল খুঁটিনাটি বিষয়ে জানানোর ও সকল কিছু তুলে ধরার চেষ্টা করব।
নগদ একাউন্ট দেখার নিয়ম ও Nagad বিষয়ের আজকের পোস্টে আপনাদের স্বাগতম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নগদ একাউন্ট দেখার কোড জানেন না। আপনি যদি নগদের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে অঅপনাকে নগদ একাউন্ট কোড জানা না সকল বিষয় জানা অনেক জরুরী।
বাংলাদেশে নগদ খুবই লৌকিক ১টি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সংস্থা। নগদ মোবাইল ব্যাংকিং হলো বাংলাদেশ পোস্ট অফিসের একটি উদ্ভাবনী এবং প্রতিশ্রুতিশীল ডিজিটাল আর্থিক পরিষেবা। নগদ আড়াই বছরে প্রায় 5.5 কোটি জনগনকে আর্থিকভাবে অন্তর্ভুক্ত করেছে। আমরা সবাই জানি খুব অল্প সময়ে নগদ অনেক জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং এ পরিচিতি লাভ করেছে। শুধুমাত্র nagad code ডায়াল করে আপনি খুব সহজেই মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি পেমেন্ট, বিল পে, EMI পেমেন্ট সহ নগদের যাবতীয় ইত্যাদি সুবিধা ভোগ করতে পারবেন।
বর্তমানে নগদ গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় ৫.৮৫ কোটি, নগদ উদ্দোক্তা সংখ্যা প্রায় ২.৪০ লাখ এবং প্রতিদিন প্রায় ৭ শত কোটি টাকার লেনদেন অর্জন করেছে নগদ। শুধুমাত্র *১৬৭# ডায়াল করে একটি নগদ একাউন্ট খোলা যায়। গ্রাহকরা নগদ অ্যাপস দিয়ে আরও সহজে একাউন্ট খোলাসহ যাবতীয় লেনদেন করতে পারবেন খুব সহজেই। আজ আমরা এই পোস্টে নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট তৈরী করার পরে নগদ একাউন্ট দেখার প্রয়োজন হয়। আপনি নগদ মোবাইল ব্যাংকিং এর যাবতীয় সকল সুবিধা গ্রহন করার জন্য নগদ একাউন্ট দেখার নিয়ম জানা থাকতে হবে। উপবৃত্তির টাকা, বয়ষ্ক ভাতার টাকা অথবা নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে হলেও আপনাকে নগদ একাউন্টের কোড জানতে হবে। কিন্তু অনেকে নগদ একাউন্ট দেখতে হয় কিভাবে তা জানেন না। আর তার জন্য আমরা আপনাদের জন্য নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে এসেছি। তবে নগদ একাউন্ট দেখার দুটি পদ্ধতি রয়েছে।
ইসলামী ব্যাংক পার্সোনাল লোন: ইসলামী ব্যাংক লোন পদ্ধতি
সেরা দশটি বাংলাদেশ বেসরকারি ব্যাংক
বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক জেনে নিন!
বাংলাদেশ ব্যাংকের শাখা বিভিন্ন কাজ-Different works of Bangladesh Bank
২টি সহজ পদ্ধতি অবলম্বন করে নগদ একাউন্ট দেখতে পারবেন –
১। নগদ কোড এর মাধ্যমে।
২। Nagad App দিয়ে একাউন্টে প্রবেশ করার মাধ্যমে।
কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনারা এখন ভাবছেন হয়ত যাদের স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোন নাই তাহলে তারা কিভাবে নগদ একাউন্ট দেখতে পারবে। হ্যাঁ অবশ্যই তারাও দেখতে পারবে। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন অথবা স্মার্ট ফোন ব্যবহার করেন না করেও তারাও নগদ একাউন্ট খুব সহজেই চেক করতে পারবেন। আর তার জন্য নিম্নের পদক্ষেপগুলো আপনাকে অনুসরণ করতে হবে।
১. আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *167# ডায়াল করতে হবে।
২. এরপর আপনাদের সামনে ৮টি অপশন দেখা যাবে।
- ক্যাশ আউটঃ নগদ উদ্ধোক্তা হতে টাকা উঠানোর অপশন।
- পিন রিসেটঃ পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন।
- স্বাধীন পেঃ কোন সংগঠনে অনুদান করার অপশন।
- সেন্ড মানিঃ এক নগদ গ্রাহক হতে অন্য এক নগদ গ্রাহকের কাছে টাকা পাঠানোর অপশন।
- মাই নগদঃ ব্যালেন্স চেক করার অপশন।
- পেমেন্টঃ সপিংয়ে অনলাইন অর্থপ্রদানের অপশন।
- মোবাইল রিচার্জঃ মোবাইল অপারেটরে ফেক্সিলোড করার অপশন।
- বিল পেঃ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট ইত্যাদি বিল পরিশোধ করার অপশন।
৩. সেই অপশন গুলো থেকে আপনারা যে সেবাটি সম্পর্কে জানতে চান অথবা দেখে নিতে চান সে সেবাটি আপনারা দেখে নিতে পারবেন।
৪. আপনাদের সামনে যে পেজটি চলে আসবে সে লিস্ট থেকে ৭ নাম্বার অপশনটি মাই নগদ অপশন। ৫. ৫. আপনারা এই ৭ নং অপশন থেকে নগদ এর তথ্য জানতে পারবেন।
৬. এছাড়া যদি নগদ এর ব্যালেন্স জানতে চান তাহলে ১ নং অপশন থেকে নগদ ব্যালেন্স জানতে পারবেন।
মোবাইল অ্যাপস ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম
বর্তমানে আমরা সকলেই স্মার্টফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। আপনারা যারা স্মার্টফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা নগদ মোবাইল অ্যাপস ডাউনলোড করে খুব সহজে নগদ একাউন্ট চেক করতে পারবেন। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কিভাবে মোবাইল অ্যাপস ব্যবহার করবো?
তাই আমরা আজ আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাপস ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম-
- প্রথমে আপনাদেরকে নগদ মোবাইল অ্যাপস ব্যবহার করার জন্য অবশ্যই একটি স্মার্টফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে।
- এরপর সেই ফোনে জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে হবে। (যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে তৈরি করে নিতে হবে)।
- এরপর গুগল প্লে স্টোর থেকে সার্চ অপশনে গিয়ে নগদ মোবাইল অ্যাপস লিখে সার্চ করলে মোবাইল অ্যাপস টি পেয়ে যাবেন। Play Store থেকে ডাউনলোড করে নিবেন।
- তারপর সেই অ্যাপটি ক্লিক ইনস্টল করে নিতে হবে।
- ইনস্টল করা হয়ে গেলে অ্যাপস টি ওপেন করুন।
- আপনারা যখন নগদ একাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নগদ একাউন্ট তৈরি করতে হয়েছে। সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নগদ একাউন্ট লগইন করে নিন।
- এরপর অ্যাকাউন্ট লগইন হয়ে গেলে আপনাদের মোবাইল স্ক্রিনে একদম উপরের দিকে দেখা যাবে ব্যালেন্স জানতে ট্যাপ করুন বা (Tap for Balance) এইরকম দেখবেন।
- আপনারা এখানে ক্লিক করলে আপনাদের ব্যালেন্স চেক করতে পারবেন।
- এছাড়াও নগদ অ্যাপস এর অন্যান্য সকল সেবার তথ্য জানতে হলে আপনারা সেখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি যে সেবাটি জানতে চান জানতে পারবেন।
FAQ
প্রশ্নঃ নগদ একাউন্ট দেখার নিয়ম কয়টি?
উত্তর: নগদ একাউন্ট দেখার নিয়ম ২টি।
প্রশ্নঃ নগদ একাউন্ট দেখার কোড কত?
উত্তরঃ নগদ একাউন্ট দেখার কোড হচ্ছে- *167#
প্রশ্নঃ নগদ একাউন্ট স্মার্টফোনের মাধ্যমে কিভাবে দেখা হয়?
উত্তর: নগদ একাউন্ট স্মার্টফোনে ব্যবহার করার জন্য নগদ মোবাইল অ্যাপস ব্যবহার করতে হবে।
প্রশ্নঃ নগদ একাউন্ট তৈরি করার সময় জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন আছে কি?
উত্তরঃ নগদ একাউন্ট তৈরি করার সময় অবশ্যই জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়।
প্রশ্নঃ নগদ একাউন্ট দিয়ে রিচার্জ করা যায়?
উত্তরঃ নগদ একাউন্ট দিয়ে মোবাইল রিচার্জ করা যায়।
উপসংহারঃ আশা করি আপনারা যারা এখন পর্যন্ত জানতেন না যে নগদ একাউন্ট দেখার নিয়ম তারা আমাদের আজকের এই আর্টিকেল পড়ে উপকৃত হয়েছেন। এছাড়া যেহেতু নগদ হচ্ছে ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা সেহেতু এর কাঠামোগত পরিবর্তন সব সময় হয়ে থাকে। তাই আমরা আপনাদের মাঝে নগদ একাউন্ট চেক করার নতুন নিয়ম উপস্থাপন করেছি। আপনারা যদি নগদ সম্পর্কিত আরো অন্যান্য তথ্য জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে।
নগদ একাউন্ট দেখার নিয়ম. নগদ মোবাইল ব্যাংকিং ডায়াল কোড, নগদ একাউন্টের অফার, নগদ একাউন্ট কোড, নগদ মোবাইল ব্যাংকিং ডায়াল কোড,