ডিএসএলআর ক্যামেরা বর্তমান বাজারে DSLR ক্যামেরার কোন অভাব নেই।DSLR ক্যামেরা এখনকার ইয়াং জেনারেশনের ফ্যাশন। বিশ্বে DSLR ক্যামেরা একটা শখের বিষয় হয়ে দাড়িয়েছে। এখন কারো কাছে একটা DSLR ক্যামেরা থাকলে বন্ধু বান্ধবের কাছে তার আপ্যায়নতার কোন অভাব নেই। তখন সে সবার আন্তরিক হয়ে যায়। আর গালফ্রেন্ড তো অনেক খুশি।
যাই হোক এ্র্রখন আপনার বিষয় হচ্ছে আপনি কোন ক্যামেরা কিনবেন? এখন বর্তমানে অনেক ধরণের ক্যামেরা রয়েছে তার মধ্যে সেরা ৫টি ক্যামেরা আপনার সামনে আছে।
৫ টি ডি এস এল আর ক্যামেরা সর্ম্পকে আলোচনা করা হলো
প্রথম দিকে অনেকেই তাদের বাজেট সল্পতার কারণে তাদের পচন্দের ক্যমেরাটি কিনতে পারে না। তাই অল্প বাজেটে যে ক্যামেরা এবং যা দিয়ে ভাল মানের ছবি তোলা যায় তার ৫ টি ক্যামেরা নিচে দেওয়া হল :
1.Nikon D3300 ডিএসএলআর ক্যামেরা
নিকন ডি ৩৩০০মডেল ক্যামেরাটি নতুন ফটোগ্রাফারদের জন্য খুবই একটি ভাল ক্যামেরা। যাদের জন্য বাজেট কম তারা এই নিকন ডি ৩৩০০ মডেলটি কিনতে পারেন।
দাম=২৮,৫০০ টাকা
2.Canon EOS 750D ডিএসএলআর ক্যামেরা
বেশি আইএসও সেন্সিটিভিটির জন্য দারুন ঝকঝকে ছবি তোলা যায় এই ক্যামেরা দিয়ে। ক্যানন ৭৫০ডি মডেলের ক্যামেরাটিতে রয়েছে উন্নতমানের অটোফোকাস এবং এক্সপোজার মিটারিং সিস্টেম। এইটি তে ওয়াই-ফাই এবং এন এফসি।
মূল্য=৪২,৫০০ টাকা
3.Canon EOS 760D ডিএসএলআর ক্যামেরা
ক্যানন এর EOS 700D ক্যামেরার পরবর্তীর দুইটি সংস্করণ হচ্ছে EOS 750D এবং EOS 760D । ক্যামেরার দুইটি ক্যাটাগরি একই হলেও EOS 700D তুলনায় বাহ্যিক দিক থেকে ক্যামেরা দুটির ভিন্নতা রয়েছে। 750D ক্যামেরাটির ওজন হালকা।
মূল্য=৪৫,০০০ টাকা
4.Nikon D5500 ডিএসএলআর ক্যামেরা
নিকন ডি৫৫০০ ক্যামেরার সাথে ক্যানন ৭৫০ডি এর তুলনা করা যায়। নিকন ডি৩৩০০ সিরিজের ক্যামেরাগুলো তৈরী করা হয়েছিল কম দামে নতুন ফটোগ্রাফারদের কাছে তুলে দেওয়ার জন্য।
মূল্য=৪৬,০০০ টাকা
5.Nikon D5300 ডিএসএলআর ক্যামেরা
নিকন ডি৫৩০০ এই ক্যামেরায় স্কীনটাচ তেমন বেশি ভাল কাজ না করলেও নিকন ডি৫৩০০ ক্যামেরাটির জিপিএস আছে।
বিস্তারিত জানতে ও অনলাইনে অর্ডার করতে Click Here
মূল্য=৩৭,০০০ টাকা
নতুন নতুন আপডেট সকল নিউজ পেতে আমাদের পেইজের সাথে থাকুন । আমরা সর্বদা আপডেট নিউজ ভাইরাল করতে চেষ্টা করি
আপনাকে ধন্যবাদ