চুল পড়া বন্ধ করার উপায় চুল পড়া সমস্যাটি প্রায় সবার মধ্যেই দেখা যায়। বর্তমানে চুল পড়া নিয়ে দূরচিন্তায় পড়ার অন্যতম কারন। চুল পড়লে ছেলে মেয়ে সবাই সেই নিয়ে চিন্তা করে।
তাই আজ আমরা চুল পড়া রোধ করার করণীয় নিয়ে আলোচনা করব । তাই আপনাদের সবটুকু আর্টিকেল পড়তে হবে।
চুল পড়া বন্ধ করার উপায় ?
১। রসুনের ব্যবহার চুল পড়া বন্ধ করার উপায়।
- আপনি প্রথমে ৫ – ৬ কোয়া রসুন পিশে নিন
- নারিকেল তেলের সাথে ভাল ভাবে মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন।
- ঠান্ড করে সবটুকু মাথার ত্বকে ও চুলে মিশিয়ে দিন
- ১ ঘন্টা কানেক পড়ে আপনার মাথা ধুয়ে নিন।
ব্যবহারের নিয়ম: আপনাকে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন । কয়েক দিন ব্যবহার কররে আপনি নিজেই ফলাফল দেখতে পারবেন। যদি আপনি রাতে ব্যবহার করেন তাহলে সকালে মাথা ধুয়ে নিন।
চুল পড়া বন্ধ করার উপায়?
২। পেঁয়াজের ব্যবহার
পেঁয়াজের রসে প্রচুর পরিমানে সালফার থাকে যা চুলের জন্য খুব কার্যকরি। সালফার চুল পড়া করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
- একটি বাটিতে পরিমান মত পেঁয়াজের রস নিন
- যে পরিমান পেঁয়াজের রস নিয়েছেন সেই পরিমান ক্যাস্টরওয়েল ভাল ভাবে মিশিয়ে নিন।
- ব্রাশ বা হাত দ্বারা আপনার মাথায় ভাল ভাবে মিশিয়ে নিন এবং ৩০ মিনিট পযন্ত রাখুন
- ৩০ মিনিট পর ভাল ভাবে শেম্পু দিয়ে ফেলুন
ব্যবহারের নিয়ম: আপনি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন। কিছু দিন ব্যবহার করলে আপনি
নিজেই ফলাফল দেখতে পারবেন।
চূল পড়া কমাতে আদা ও আমলকি খুবই কার্যকর তার আলোচনা করব
চুল পড়া কমানোর উপায় ?
চুল পড়া বন্ধ করার উপায় ?
চুলের জন্য ২০ টি ভাল তেলের নাম – Best Hair Oil Name In Bangla
আদা:
আদার মধ্যে প্রচুর পরিমানে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আরও অনেক চুলের
জন্য উপকারি উপাদান থাকে। যা আপনার চূলকে ঘন কাল করে তুলবে এবং আপনার চুলের গোড়াকে মজবুত করবে।
আদাতে থাকে ফ্যাটি এসিড যা পাতলা চুলের জন্য খুব কার্যকরি । চুল পড়া বন্ধ করতে ও চুলকে ঘন কাল লম্বা করতে আদার রস ভাল কাজ করে।
চুল পড়া কমানোর উপায় ?
চুল পড়া বন্ধ করার উপায় ?
আমলকি:
আমলকি অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে ভাল করে থাকে। আমলকিতে প্রচুর পরিমান ভিটামিন
রয়েছে যেমন: মিনারেল, অ্যান্টিঅক্সিজেন রয়েছে যা চুল পড়া বন্ধ করে এবং চুল বৃদ্ধিতে
সাহায্য করে। আমলকি অকালে চুল পাকা রোধ করে, এবং আমলকি চুলের কন্ডিশনার হিসাবে কাজ
করে। আমলকি চুলের আগা ফাটা চুল ভেঙে যাওয়া রোধ করে এবং চুল বৃদ্ধি করতে সাহায্র করে।
কিছু দিন আমলকি ব্যবহার করলে আপনার চুল সুন্দর ও উজ্জল হয়ে উঠবে।
ব্যবহার বিধি:
- গোটা কয়েক আমলকি নিন এবং আমলকি কে টুকরো টুকরো করে নিন তারপর একটু পানি দিয়ে বেটে নিন।
- আমলকি কে পেষ্ট করার পার ছাকনি দিয়ে ছিপে সবটুকু রস বের করে নিন।
- একই ভাবে আদার রস বের করে নিন।
- এবার ৫ চামচ আমলকির রস এবং ৪ চামচ আদার রস একটি বাটিতে নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন।
- মিশ্রন করে আপনার চুলে ভাল ভাবে ম্যাসেজ করে নিন।
- আপনার মাথায় লাগানোর ১ ঘন্টা পর ভাল ভাবে ধুয়ে ফেলুন
ব্যবহার সময়: ২ থেকে ৩ বার ব্যবহার করুন প্রতি সপ্তাহে
চুল পড়া সম্যাসা থেকে মুক্তির জন্য অ্যালোভেরার ব্যাবহার।
অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন, মিনারেল, যা চুলের গোড়াকে মজবুত করে এবং চুলকে উজ্জল করে তোলে। অ্যালোভেরা ব্যবহার করলে
চুল পড়া বন্ধ করে এবং এর পাশাপাশি চুলের খুশকি দূর করে চুলের বৃদ্ধি ঘটায়। চুল ধিরে ধিরে কাল হয়ে যাবে, এবং চুল ভেঙে যাওয়া ও আগা ফাঁটা রোধ করবে।
ব্যবহার নিয়ম:
- ৪” থেতে ৫” অ্যালোভেরা পাতা নিয়ে ভাল ভাবে জেল বের করুন।
- পরিমান অ্যালোভেরা জেল নিন এবং এর সাথে ৫ চামচ আমলকির রস মিশিয়ে নিন
- এবার আপনার চুলে এবং চুলের গোড়ায় ভাল ভাবে মিশিয়ে নিন
- সারা রাত এভাবে রাখুন ভাল ফলাফল পাবেন
ব্যবহার সময়: সপ্তায়ে ৩ বার ব্যবহার করুন। এভাবে ১ মাস ব্যবহার করলে চুল পড়া বন্ধের পাশাপাশি ভাল ফলাফল পাবেন
চুল পড়া কমানোর করার উপায় ?
চুল পড়া বন্ধ করার উপায় ?
চুল পড়া কমানোর উপায় কি ?
চুল পড়া কমানোর উপায় কি ?
চুল পড়া কমানোর উপায় কি ?
1 Comment