চুলকে দ্রুত লম্বা ও চুল ঘন করার উপায়
চুল ঘন করার উপায় ? আমরা সবাই ঘন কালো চুল পছন্দ করি। কিন্ত দিনের পর দিন আমাদের চুল পাতলা হয়ে যায়। চুল পাতলা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। চুল পাতলা হয়ে যাওয়ার অনেক কারন আছে পুষ্টির অভাব, অস্বাস্থ্যকর জীবনধারা, হরমোন, এলার্জি, ঠিক মতো চুলে যত্ন না নেওয়া অনেক সময় দেখা যায় জেনেটিক এর কারনে চুল পরে পাতলা হয়ে যায়। চুল পড়া রোধ করা এবং পাতলা চুল ঘন করা সহজ কার্যকরি ঘরোয়া চুল ঘন করার উপায় ? উপায় নিয়ে আসলাম। আপনি চাইলে খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারেন। আপনি নিচের নিয়মগুলো কয়েক দিন ব্যবহার করলে নিজেই এর ফলাফল বুঝতে পারবেন। তাহলে চলুন চুল ঘন করার উপায় দেখে আসি
#পাতলা চুল ঘন করার উপায় কার্যকরি টিপস
১। অ্যালোভেরা
পাতলা চুলকে সহজেই ঘন করতে পারে অ্যালোভেরার সঠিক ব্যবহারের মাধ্যমে। এর জন্য প্রথমে একটা অ্যালোভেরা পাতা নিন চামচ বা ছুরি দিয়ে ভাল ভাবে জেল বের করে নিন। জেল ভাল ভাবে পেষ্ট করে নিন। তার পর আপনার মাথায় ভাল ভাবে ম্যাসাজ করুন এবং এভাবে ২৫ থেকে ৩০ রাখুন। তার পর পানি দিয়ে ভাল ভাবে ধুয়ে নিন। এভাবে আপনি প্রতি সপ্তায়ে ২ থেকে ৩ বার ব্যবহার করুন। অ্যালোভেরা স্ক্যাপ্ল-এর মৃত কোষ মেরামত করে চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এটি চুলে ভলিউম এনে দেয়।
চুল পড়া বন্ধ করার উপায় । চুল পড়া কমানোর উপায় কি ?
২। ডিম
চুল ঘন করার উপায় প্রথমে আপনি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিন। তার পর ডিমের সাথে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। দুটি উপকরন ভালভাবে মিশিয়ে আপনার চুলে আগা থেকে গোড়া পর্যন্ত ভাল ভাবে লাগিয়ে নিন। এবার আপনার মাথাটা কে শাওয়ার ক্যাপ দিয়ে ৪০ থেকে ৫০ মিনিট ঢেকে রাখুন। তারপর শ্যাম্পু কন্ডশনার দিয়ে ভাল করে ধুয়ে নিন। এই প্যাকটি প্রতি সপ্তাহে ২ দিন ব্যবহার করুন। ডিমে প্রচুর পরিমানে সালফার ও আয়োডিন, প্রোটিন থাকে যা আপনার চুলকে ভিতর থেকে মজবুত করে এবং চুল লম্বা হতে সাহায্য করে। আপনার চুলকে খুশকি মুক্ত ও ঝলমলে করে তোলে। ডিমের সাথে অলিভ অয়েল যা চুলকে ঘন ও সিল্কি করতে বিশেষভাবে কার্যকরী।
৩। আমলকী
প্যাক তৈরি করার নিয়ম
চুল পড়া বন্ধ করার উপায় । চুল পড়া কমানোর উপায় কি ?
- ১ চা চামচ আমলকি পেষ্ট নিন
- সেই পরিমান লেবুর রস নিন এবং ভালভাবে মিশিয়ে নিন।
- এবার আপনার চুলে আগা থেকে গোড়া পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন এই অবস্তা ৪০ থেকে ৫০ মিনিট অপেক্ষা করুন
- তার পর ঠান্ডা পানি বা শ্যাম্পু দিয়ে ধোয়ে ফেলুন।
- সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন
আমরা জানি আমলকিতে অ্যান্টি-অক্সিডেন্টস এবং ভিটামিন সি যা চুলের স্বাস্থ্য সুন্দর রাখে এবং চুল মজবুত ও ঘন লম্বা হতে সহায়তা করে। লেবুর রস চুলের খুসকি দূর করে এবং আমলকী গুঁড়ার চুলের বৃদ্ধি ঘটাতে কাজ করে।
৪। মেথি
পাতলা চুল ঘন করার জন্য মেথির ব্যবহার:
আধুনিক বোরকা কালেকশন ও নতুন বোরকা ডিজাইন ২০২১
- ১ চা চামচ মেথি সারারাত পানিতে ডুবিয়ে রাখুন
- তার পর হাফ কাপ পরিষ্কার পানি যোগ করে ব্লেন্ডার-এ মসৃণভাবে ব্লেন্ড করে নিন।
- এবার এই মেথি পিষ্ট আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিন
- ৩০ থেকে ৪০ মিনিট এই পেষ্ট লাগিয়ে রাখুন
- তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন
- এই প্যাকটি প্রতি সপ্তায়ে ১-২ বার ব্যবহার করুন
- এই প্যাকটি ব্যবহার করলে স্ক্যাল্প-এর প্রদাহ দূর করে, খুসকি তাড়ায় এবং চুল মজবুত করে।
৫। মেহেদি পাতা
পাতলা চুল ঘন করতে মেহেদির পাতা অনেক উপকারী। ২ মুঠো মেহেদি পাতা ভালভাবে পিষ্ট করে নিন। তার সাথে অলিভ অয়েল যোগ করে নিন। তারপর চুলের গোড়ায় লাগিয়ে দিন। ৪০ মিনিট পর সাবান বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে এই প্যাকটি মাসে এক বার ব্যবহার করতে পারেন। মেহেদি চুলের আদর্শ খাদ্য। এটি চুলকে ভেতর থেকে মজবুত করে চুলকে ঘন করেএবং নতুন চুল গজাতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
যদি আপনার এই কাজগুলো করতে সমস্যা হয় বা সময় দিতে না পারেন তার জন্য আপনাদের জন্য একটি সহজ প্যাক নিয়ে এসেছি
এই হেয়ার প্যাক তৈরি করার নিয়ম:
ভাল দেখে একটা পেয়াঁজ নিন এবং পেয়াঁজটাকে কেটে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন ।
তারপর ছেকে পেয়াঁজের রস বের করুন।
আধুনিক বোরকা কালেকশন ও নতুন বোরকা ডিজাইন ২০২১
- পরিমান মত পেয়াঁজের রস নিন
- ১/২ কাপ নারিকেল তেল
- ১ চা চামচ ক্যাস্টার অয়েল নিন
- ১ টি ভিটামিন ই নিন
এবার সব কয়টাকে ভালভাবে মিশিয়ে নিন
ব্যবহারের নিয়মাবলী:
- প্যাকটি আপনার চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে নিন।
- মিশ্রণটি চুলের গোঁড়ায় ভালো ভাবে ম্যাসাজ করতে হবে যাতে আমাদের স্কাল্পে রক্ত চলাচল বৃদ্ধি পায় ।
- মিশ্রণটি চুলের গোড়ায় মালিশ করার পর ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন।
- তারপর শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যদি আপনার চুল পড়া বন্ধ করতে চান, আপনার চুলকে লম্বা ও ঘন করতে চান তাহলে এই প্যাকটি মাসে ৪ থেকে ৬ বার ব্যবহার করুন।
এই প্যাক ব্যবহার করার ফলে চুল দ্রুত লম্বা ও ঘন হবার কারণঃ
পেয়াঁজ:
পেয়াঁজের রসে প্রচুর পরিমান সালফার থাকে যা ত্বকের রক্ত চলাচলে সহায়তা করে যা চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পেয়াঁজের রস আপনার চুলকে খুশকি মুক্ত রাখে।
চুল পাতলা হয়ে যাওয়ার অনেক কারন আছে পুষ্টির অভাব, অস্বাস্থ্যকর জীবনধারা, হরমোন, এলার্জি, ঠিক মতো চুলে যত্ন না নেওয়া অনেক সময় দেখা যায় জেনেটিক এর কারনে চুল পরে পাতলা হয়ে যায়।
নারিকেল তৈলঃ
চুল এবং স্কাল্পের জন্য ব্যাকটেরিয়া একটি বড় সমস্যা। যার ফলে চুল পড়ে পাতলা যায় এবং খুশকি দেখা দেয় বা নানা রকম সমস্যার দেখা দেয়। নারিকেল তেলে প্রচুর পরিমানে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি–ফাংগাল প্রপার্টিস যেটি মাথার তালুতে ড্যানড্রফ অর্থাৎ খুশকি হতে দেয় না এবং এটি হেয়ার গ্রোথ বাড়িয়ে চুলকে ঘন লম্বা করে তুলে।
চুল ঘন করার উপায় ?
চুল পড়া ?
চুল পড়া বন্ধ ও ঘন করার উপায় ?
চুল পড়া বন্ধ করার উপায় ?
চুল লম্বা করার তেলের নাম কি ?
চুল ঘন করার উপায় ?