Products

১০০+ খাটের ডিজাইন: নতুন খাটের ডিজাইন

সর্বশেষ খাটের ডিজাইন — সেরা ডিজাইন অনুপ্রেরণা খাটের সর্বশেষ নকশা.

খাটের ডিজাইন | কাঠের খাটের ডিজাইন ২০২২ | বক্স খাটের ডিজাইন | খাটের ডিজাইন ২০২২ | নতুন খাটের ডিজাইন |

খাটের ডিজাইন ছবি

একটি বিছানা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সুতরাং, সস্তা উপকরণগুলির জন্য স্থির করবেন না যা কয়েক মাসের মধ্যে সহজেই ভেঙে যেতে পারে বা ফাটতে পারে।

বক্স খাটের ডিজাইন

আমরা, মানুষ, প্রতিদিন গড়ে আট ঘণ্টা বিছানায় কাটাই, যা আমাদের জীবনের প্রায় এক-তৃতীয়াংশ। সুতরাং, আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি যে বিছানাটি কিনছেন তা আপনার শরীরের জন্য সঠিক এবং আপনার অনন্য চাহিদা অনুসারে। একটি নতুন বিছানা কেনার আগে এখানে কিছু জিনিস আপনার জানা উচিত:

 আকার: প্রথমত, নিশ্চিত করুন যে আপনি যে বিছানাটি চয়ন করেছেন তা ঘরে ভালভাবে ফিট করে। এটি আপনাকে মিটমাট করার জন্য যথেষ্ট বড় হতে হবে এবং একই সময়ে, পুরো স্থান দখল করা উচিত নয়। ঘরের আকার এবং ব্যক্তির সংখ্যার উপর নির্ভর করে, আপনি একটি সিঙ্গেল বেড, কুইন সাইজ ডাবল বেড এবং কিং সাইজ ডাবল বেড থেকে বেছে নিতে পারেন।

ফ্রেম: একটি বিছানা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সুতরাং, সস্তা উপকরণগুলির জন্য স্থির করবেন না যা কয়েক মাসের মধ্যে সহজেই ভেঙে যেতে পারে বা ফাটতে পারে যা সেগুন, পাতলা কাঠ বা এমনকি পেটা লোহা দিয়ে তৈরি।তাই শক্ত কাঠের ফ্রেম বিবেচনা করুন যা টেকসই।

খাট কেনার আগে আপনাকে  যে বিষয় জানতে হবে

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের প্রিয় ঘর, যেখানে থাকে আমাদের প্রিয় মানুষজন, এবং তার সাথ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। আর সেখানেই দিন শেষে বিশ্রামের জন্য দরকার হয় বেড। দিনের হাড় ভাঙা খাটুনি শেষে প্রয়োজন বিশ্রামের। আর সেই বিশ্রামের জন্য চাই উপযুক্ত বেড।

সুতরাং বিশ্রামের ক্ষেত্রে প্রিয় বেডের অবদান নতুনভাবে বলার অপেক্ষা রাখে না। এছাড়া আছে আমাদের সুস্বাস্থ্যের উপর অপ্রতিদ্বন্দ্বী প্রভাব।মেরুদণ্ড সুস্থ রাখার জন্য আরামদায়ক এবং যথার্থ মাপের চাহিদা অনুযায়ী বেডের চাহিদাও বেড়েছে বহুগুণ।

মেটাল ফোল্ডিং বেড,  যা নজর কাড়া সৌন্দর্য আর স্বল্প জায়গা, বহনের কষ্ট থেকে মুক্তি দিয়ে সিঙ্গেলদের জন্য দারুণ কাজের জিনিস হতে পারে। সিঙ্গেলদের জন্য এটি অনেক পারপেক্ট।

সোফা কাম বেড: অর্থ সাশ্রয়সহ আপনাকে একইসাথে সোফা ও বেডের সুবিধা দেবে। অপরদিকে আপনার ঘরের জায়গার সাশ্রয় তো বলাই বাহুল্য। যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে এটি নিতে পারেন।

বাঙ্ক বেড / ডাবল ডেকার: বাচ্চাদের জন্য পারফেক্ট একটা বেড। যা উপরে ও নিচে সিঙ্গেল থাকার জন্য পারফেক্ট।

এছাড়াও রয়েছে হরেক রকম ডিজাইন, কালারের বেড যা আপনার জন্য লাভজনক।আপনাকে শুধু একটু বুদ্ধি খরচ করে পছন্দের টেকসই আসবাবটি ঘরে আনতে হবে ।

,বেডের পরিমাপ:

আমরা অনেকে থাকি সাবলেটে বা ছোট রুমে যারা ছোট রুমে থাকে তারা যদি বড় খাট কিনে তাহলে  যেখানে বড় মাপের বেডগুলো শুধু অপ্রয়োজনীয় নয় বরং বেমানান। যদিও দামী বা দেখতে আকর্ষণীয় হলেও ঘরের জন্য পারফেক্ট না হলে আপনার শখের জিনিসটাও কোন কাজে আসবে না

বেডটি শুধু আকর্ষণীয় দেখালে হবে না,সব দিক থেকে পারফেক্ট হতে হবে, বেড আপনি অনেক দিনের জন্য ক্রয় করবেন তাই প্রয়োজন মাফিক হতে হবে।এরকমই বাচ্চাদের জন্য ও প্রয়োজন তাদের পছন্দসই বেড, যেখানে তাদের নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে।

আর বাচ্চারা বেশীর ভাগ সময় ঘরেই থাকে।সুতরাং তাদের জন্য প্রয়োজনীয় জায়গার ব্যাপারটিও গুরুত্বপূর্ণ।

কিভাবে বুঝবেন ভাল কি না?

আপনাকে সতর্ক হতে হবে, এবং আপনাকে জানতে হবে বিভিন্ন জিনিসের গুনগতমান। বাজারে বিভিন্ন কাঠের খাটের ডিজাইন রয়েছে। তাই আপনাকে কোন কাঠের কোয়ালিটি ভাল কোন কাঠ কত দিন সার্ভিস দিবে বাজারের কোন কাঠের চাহিদা সব থেকে বেশি। আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যে খাট নিবেন তা কোন কাঠের তৈরি কারন বিভিন্ন কাঠের বিভিন্ন দাম

কারণ আপনার প্রয়োজনীয় প্রিয় আসবাবটি কিনে নিশ্চয়ই আপনি ঠকে যেতে চাইবেন না? আর আজকাল হাতের মুঠোয় পৃথিবী, যেখানে ইন্টারনেট ব্যবহার করে সহজেই এসব তথ্য পেয়ে যাবেন। আর অবশ্যই সাথে আর একটু কষ্ট করে রংয়ের মান আর স্থায়িত্ব যাচাই বাছাই করে নেবেন।

আধুনিক ঘরগুলো সাজিয়ে রাখতে আসবাবপত্র ছাড়া কোন বিকল্প নেই। আর বর্তমান বাজারেও পাওয়া যায় নজর কাড়া সৌন্দর্য সম্পূর্ন আসবাবপত্র যা আপনার ঘরের শুভা অনেক বাড়িয়ে তুলে ।সেখানে আবার মাথায় রাখতে হয় ঘরের জায়গার স্বল্পতা নিয়ে। কারন এখানে সোফা কাম বেড,মেটাল ফোল্ডিং বেড,কট বা কেবিন টাইপের বেডগুলো আপনার চয়েসগুলোর একটি হতে পারে ।এগুলো যে বাড়তি জায়গা পাওয়ার জন্য বেস্ট তা কিন্তু নয়।

জায়গার সাথে সাথে বাজেট কমাতে পারছেন। এমনকি আপনার আলমারি বা আলাদা সোফা কেনার ঝামেলা থেকে রেহাই পাচ্ছেন,সাথে বহনের সুবিধা তো আছেই। এছাড়া জিনিসপত্র থাকছে গোছালো, নষ্ট হওয়া থেকে বেঁচেও যাচ্ছে।আসল ব্যাপার হলো এক্ষেত্রে আপনি এক ঠিলে শুধু দুইটি নয়, বরং অনেকগুলো পাখি অনায়াসে মারতে পারছেন।

খাটের ডিজাইন | কাঠের খাটের ডিজাইন ২০২২ | বক্স খাটের ডিজাইন | খাটের ডিজাইন ২০২২ | নতুন খাটের ডিজাইন |

#খাটেরডিজাইন #কাঠেরখাটেরডিজাইন২০২২ #বক্সখাটেরডিজাইন #খাটেরডিজাইন২০২২ #নতুনখাটেরডিজাইন |

Related posts
LaptopProduct ReviewProducts

Dell Laptop Price In Bangladesh Dell

Dell Laptop Price In Bangladesh Dell Dell laptops are one of the most popular laptop…
Read more
Products

Bicycle price in Bangladesh

bicycle price in bangladesh Bicycles are one of the most popular forms of transportation in…
Read more
Products

Top 10 Room Heater Price In Bangladesh

A room heater is a small appliance that is used to heat a room or enclosed space. Room heaters come…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *