ComputerProducts

বর্তমান বাজারে কস্পিউটারের দাম ২০২২ – Current Computer Market Rate 2022

কস্পিউটারের দাম, বর্তমান যুগ কম্পিউটারের যুগ। কম্পিউটার ছাড়া এখন মানুষের চলা একে বারেই সম্ভব না। কারণ দৈননিন্দ জীবনে কম্পিউটারের দরকার পড়ে। বর্তমান সময়ে শিশুদেরকেও কম্পিউটারে দক্ষ করে তোলা হচ্ছে। বাংলাদেশের পাঠ্যবইয়ে এই বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে। এমনকি গ্রামের বিদ্যালয়গুলোতেও রয়েছে কম্পিউটার ল্যাব। যেখানে শিশুদের হাতে কলমে কম্পিউটার সর্ম্পকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আমাদের উচিৎ সকলকেই কম্পিউটার বিষয়ে জ্ঞান লাভ করা। এজন্য আমাদের দরকার একটি কম্পিউটার। আমরা যারা কম্পিউটারের দাম সম্পর্কে জানি না তাদের জন্য নিচে একটি কম্পিউটার কিনার জন্য যা যা লাগে নিচে তা বাজেট বাজারে কস্পিউটারের দাম দেওয়া হল:-

বাজারে কস্পিউটারের দাম

মাদারবোর্ড:

বাজারে কস্পিউটারের দাম Asrock H81M-VG4 R3.0 চার হাজার তিন শত টাকা (৪,৩০০/=), Esonic G31 DDR2 Motherboard দুই হাজার চরশত টাকা (২,৪০০/=), গিগাবাইট GA41MT-D3 চার হাজার ছয় শত টাকা (৪,৬০০), জি41 এমকোমবো চার হাজার পাঁচ শত পঞ্চাশ টাকা (৪,৫৫০/=), H61M পাঁচ হাজার টাকা (৫,০০০/=), GAZ68 MA এগারো হাজার দুই শত টাকা (১১,২০০/=), ইন্টেল DG41WV চার হাজার নয় শত টাকা (৪,৯০০/=), G41M চার হাজার চার শত টাকা (৪,৪০০/=), FOXCON H 55MXV পাঁচ হাজার দুই শত টাকা (৫,২০০/=), G41MXE তিন হাজার ছয় শত টাকা (৩,৬০০/=), G41MD চার হাজার টাকা (৪,০০০/=)।

প্রসেসর:

ইন্টেল কেবি লেক কোর আই 3 এগারো হাজার আট শত টাকা (১১,৮০০/=), ইন্টেল COR-I 7(3.4GH) আটাইশ হাজার টাকা (২৮,০০০/=), ইন্টেল COR-I 5(3.1GH) আটার হাজার (১৮,০০০/=) ইন্টেল কোর আই-৩ (৩.৩০ GH) দশ হাজার চার শত টাকা (১০,৪০০/=), ওপেন COR-I 3 (3.06GH) নয় হাজার তিন শত টাকা (৯,৩০০/=), ইন্টেল সেলেরন ১.৮GH তিন হাজার পাঁচ শত টাকা, পেল্টিয়াম ডুয়াল কোর 32.7GH পাঁচ হাজার টাকা (৫,০০০/=)।

র‌্যাম:

DDR-3 অ্যাপাসার 2G. এক হাজার টাকা (১,০০০/=), A DATA 2G. নয় শত পঞ্চাশ টাকা (৯৫০/=), ট্রানসেন্ড 2GH এক হাজার এক শত টাকা (১,১০০/=), DDR-2 ট্রানসেন্ড 2GB দুই হাজার সাত শত টাকা (২,৭০০/=), এডেটা 4GB দুই হাজার টাকা (২,০০০/=), অ্যাপাসার 4GB দুই হাজার এক শত টাকা (২,১০০/=)।

হার্ডডিক্স:

ওয়েস্টার্ন ডিজিটাল 500GB পাঁচ হাজার এক শত টাকা (৫,১০০/=), হিটাচি 500GB পাঁচ হাজার চার শত টাকা (৫,৪০০/=), ১ টেরবাইট সাত হাজার তিন শত টাকা (৭,৩০০/=)

গ্রাফিক্স কার্ড: বাজারে কস্পিউটারের দাম

গিগাবাইট HD-6570 1GB ছয় হাজার তিন শত টাকা (৬,৩০০/=), গিগাবাইট 5450 512MB তিন হাজার টাকা (৩,০০০/=), আসুস 512MB তিন হাজার টাকা (৩,০০০/=), XFX HD5450 1GB চার হাজার টাকা (৪,০০০/=)।

ডিভিডি রাইটার:

SAMSUNG 22X এক হাজার ছয় শত টাকা (১,৬০০/=), ASUS 24X এক হাজার আট শত টাকা (১,৮০০/=) LIGHT-ON 24X এক হাজার সাত শত টাকা (১,৭০০/=)।

কেসিং:

DELX 2 দুই শত টাকা থেকে তিন হাজার টাকা পযর্ন্ত (২০০/=-৩,০০০/=), গিগাবাইট এক হাজার আট শত টাকা (১,৮০০/=), মারকারি এক হাজার সাত শত টাকা (১,৭০০/=)।

LED মনিটর: বাজারে কস্পিউটারের দাম

SAMSUNG 18.5″ আট হাজার টাকা (৮,০০০/=), SAMSUNG 27″ চৌষট্টি হাজার টাকা (৬৪,০০০/=)।

LCD মনিটর:

SAMSUNG 17″ নয় হাজার টাকা (৯,০০০/=), ূর্ষূঝষ। ২৪” তেইশ হাজার টাকা (২৩,০০০/=), ফিলিপস 18.5″ আট হাজার দুই শত টাকা (৮,২০০/=), DEEL 17″ নয় হাজার ১০০ টাকা (৯,১০০/=), LG 18.5 সাত হাজার পাঁচ শত টাকা (৭,৫০০/=), LG 20″ দশ হাজার সাত শত টাকা (১০,৭০০/=), ASUS 17″ নয় হাজার তিন শত টাকা (৯,৩০০/=)।

মাউস:

A4TECH তিন শত থেকে দুই হাজার দুই শত টাকা পযর্ন্ত (৩০০/=-২,২০০/=), LOGITACH তিন শত পঞ্চাশ টাকা হতে দুই হাজার সাত শত টাকা (৩৫০/=-২,৭০০/=), DGTECH এক শত পঞ্চাশ টাকা থেকে দুই শত টাকা।

কি-বোর্ড:

A4TECH পাঁচ শত পঞ্চাশ টাকা (৫৫০/=), সাধঅরণত দুই শত পঞ্চাশ টাকা থেকে আট শত টাকা (২৫০/=-৮০০/=), মাল্টিমিডিয়া পাঁচ শত টাকা (৫০০/=)।

টিভি কার্ড:

এভার মিডিয়া MP-287 তিন হাজার এক শত টাক (৩,১০০/=), এক্সটারনাল W7 চার হাজার পাঁচ শত টাকা (৪,৫০০/=), রিয়েল ভিট এক হাজার সাত শত টাকা (১,৭০০/=)।

প্রিন্টার:

CANON PIXMA MP286 ছয় হাজার এক শত টাকা (৬,১০০/=), LBP 3300 এগার হাজার দুই শত টাকা (১১,২০০/=), HPD- 1460 ছয় হাজার আট শত টাকা (৬,৮০০/=), HP লেজার পি -1102 আট হাজার টাকা (৮,০০০/=), EPSON L130 নয় হাজার নয় শত টাকা (৯,৯০০/=), EPSON L380 ষোল হাজার (১৬,০০০/=), EPSON L385 বিশ হাজার সাত শত টাকা (২০,৭০০/=)।

ইউ পি এস:

MAXGREEN MGH-3KS 3KVA বত্রিশ হাজার টাকা (৩২,০০০/=),MAXGREEN MGH-6KS 6KVA পচাত্তর হাজার টাকা (৭৫,০০০/=), ডিজিটেক ৬৫০ ভিএ দুই হাজার নয় শত টাকা (২,৯০০/=), ডিজিটেক ৮০০ ভিএ তিন হাজার টকা (৩,০০০/=)।

স্পিকার:

Edifier M1250 USB powered নয় শত টাকা (৯০০/=), Edifier R103V-BT 2:1 Multimedia দুই হাজার চারশত টাকা (২,৪০০/=), Sony DAV TZ 140 5.1ch with DVD player বার শত টাকা (১২০০/=), Microlab M-108 2:1 Speaker পনের শত টাকা (১,৫০০/=)।

পেন্ডাইভ:

TWINMOS 16GB USB 3.0X ছয় শত টাকা (৬০০/=), TRANSCEND TS16GJF810 16GB 810 USB 3.0JD পাঁচ শত আশি টাকা (৫৮০/=), ADATA UV 150 USB 3.0 16G ছয় শত টাকা (৬০০/=), HP 32GB USB 3.0 Mobile Disk Drive এক হাজার টাকা (১,০০০/=)।

মডেম:

USB Modem HSDPA 3G/4G তের শত পঞ্চাশ টাকা (১,৩৫০/=), HSDPA 7.2 Mbps Downlink Speed USB Internet Modem নয় শত টাকা (৯০০/=), Huawei 3G Internet Modem পনের শত টাকা (১,৫০০/=)।

কস্পিউটারের দাম

Related posts
LaptopProduct ReviewProducts

Dell Laptop Price In Bangladesh Dell

Dell Laptop Price In Bangladesh Dell Dell laptops are one of the most popular laptop choices on…
Read more
Products

Bicycle price in Bangladesh

bicycle price in bangladesh Bicycles are one of the most popular forms of transportation in the…
Read more
Products

Top 10 Room Heater Price In Bangladesh

A room heater is a small appliance that is used to heat a room or enclosed space. Room heaters come…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *