Tips

ইংরেজি শেখার সহজ উপায় অসাধারণ কার্যকরি কেীশল

ইংরেজি শেখার সহজ উপায়
ইংরেজি শেখার সহজ উপায়

প্রথমেই  আমাদের জানতে হবে কেীশল  কি? কেীশল বলতে  সাধারণত ইংরেজি শেখার সহজ উপায় কোনো  পন্থা বা উপায়কে  বুঝায়।  আর ইংরেজি  শেখার কেীশল বলতকিছু  উপায়  অবলম্বন করে  ইংরেজিতে  কথা বলার  সার্বিক  প্রক্রিয়াকে বুঝায়।  আজ  আমরা  ইংরেজি  শেখার  অসাধারণ কিছু  কেীশল  ,যুকও ভিবিন্ন  নিয়মাবলি  নিয়ে  বিস্তারিত আলোচনা  কর।  আরো আমরাআলোচনা করব  কিভাবে  সহজে   ইংরজি  শেখা যায়।

What is English language?

সর্ব প্রথম আমাদের জানতে হবে ইংরেজি ভাষা কি? ইংরেজি ভাষা হল একটি আর্ন্তজাতিক ভাষা।  যে ভাষা ব্যবহার করে দেশ-বিদেশের যে কোনো মানুষের সাথে  যোগাযোগ করা সম্ভব। যে কারণে ইংরেজি ভাষাকে  International language বলা হয়ে থাকে।আজ আমরা ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে আলোচনা করব।

ইংরেজি শেখার কারণ ইংরেজি শেখার সহজ উপায়:-

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইংরেজি শেখার পেছনে ধরাবাধ কোনো

কারণ নেই। বাঁচতে হলে ইংরেজি শিখতে হবে । আমাদের  জীবনে

ইংরেজি শেখার  কোনো বিকল্প নেই। মোট কথায় বলা যায়,ইংরেজি

শেখার প্রধান কারণ হল জীবন যুদ্ধে জয়ী হওয়া।

সহজ উপায়ে ইংরেজি শেখার কেীশল:-

আমরা খুব সহজেই কিছু কেীশল অবলম্বন করে ইংরেজি শিখতে

পারি। নিচে ইংরেজি শেখার সহজ উপায় গুলো দেওয়া হল:-

১.প্রতিদিন নতুন নতুন শব্দ শেখা।

২.ইংলিশ বিপরীত শব্দ বেশী বেশী জানা।

৩.বেশী বেশী ইংলিশ সমার্থক শব্দ জানা।

৫.সবসময় ইংরেজি নিয়ে ভাবা ও ইংরেজি চর্চ্ছা করা।

সম্প্রতি ইংরেজি শেখার দুরদান্ত কেীশল:

আপনি যদি দ্রুত ইংরেজি শিখতে চান তাহলে আধুনিক বই পড়া বাদ

দিন বাদ দিতে হবে সাথে সাথে ইংরেজি গ্রামার। যে দুরদান্ত কেীশল

গুলো মেনে সহজে ইংরেজি শেখা যায় নিচে এগুলো দেওয়া হলো:-

১.গ্রামার ছুরে ফেলুন।

২.শিখতে গিয়ে ভুল করেন্

৩.লক্ষ্য স্থির করুন।

৪.বিদেশীদের সাথে কথা বলতে শিখুন।

৫.অন্যদের সাথে কথা বলার সময় ইংরেজি বলার চেষ্টা করুন।

৬.সবসময় কিছু সাধারণ জ্ঞান কাটাতে চেষ্টা করুন।

অনুশীলনীর মাধ্যমে নিজে নিজে ইংরেজি শেখা:-

কোনো  শিক্ষক বা অন্য কারো সাহায্য ছাড়াও অনুশীলনের মাধ্যমে

নিজে নিজে ইংরেজি শেখা সম্ভব। কিন্ত এর জন্য আমাদের যে বিষয়

গুলো জানতে হবে নিচে সেগুলো দেওয়া হলো:-

১.বেশী বেশী বনভোজনে যাওয়া।

২.ইংরেজি শব্দের পাশা-পাশি ইংলিশ phrase শেখা।

৩.গ্রামার নিয়ে চিন্তা কম করা।

৪.ভয় কাটিয়ে তুলা।

৫.ইংরেজিতে গল্প বলা।

৬.ইংরেজিতে গান গাওয়া।

নিয়মিত  প্রেক্টিস অনুশীলন করা:-

যে কোনো কাজ শেখার জন্য প্রেক্টিস হল সবচেয়ে  বড় মাধ্যম। যে কোনো কাজ প্রেক্টিসের মাধ্যমে তাড়াতাড়ি করা সম্ভব। আমরা যদি ইংরেজি শিকতে চাই তাহলে আমাদের উচিত হবে ইংরেজি বিষয়ে নিয়মিত অনুশীলন করা।

অনরর্গল ইংরেজিতে কথা বলার সহজ উপায়………

বর্তমান যুগকে আমরা ইংরেজির যুগ বলতে পারি। যে যুগে ইংরেজি

জানাটা খুবই  অপরিহার্য বিষয় হয়ে উঠেছ। আর ইংরেজিতে অনর-র্গল কথা বলার জন্য আমরা কতগুলো  প্রাথমিক উপায় অবলম্বন করে ইংরেজি বলতে পারি। নিচে উপায়গুলো দেওয়া হলো:-

১. সাহস বাড়াতে হবে।

২. ইংরেজি নিয়ে ভাবতে হবে।

৩. শব্দ ভান্ডারকে বাড়াতে হবে।

৪.নতুন নতুন শব্দ শিখতে হবে।

৫.ইংরেজি মিডিয়া অনুশীলন করতে হবে।

৬.দক্ষ বন্ধু খুজে নেওয়া।

মাত্র একমাসে অনরর্গল ইংরেজিতে কথা বলা………

প্রবল ইচ্ছা শক্তি ও সাধনাই পারে  কেনো কাজকে সম্ভব করতে।ইচ্ছা যেখানে প্রবল সাধনা সেখানে সফফ।  ভাবছেন  কিভাবে একমাসের মধ্যে ইংরেজিতে কথা বলা সম্ভব। অবশ্যই সম্ভব, কিছু নিদের্শনা অনশীলন করে  ইংরেজিতে কথা বলা সম্ভব। ব ভব নিচে নির্দেশনা গুলো দেওয়া হলো:-

১.একা একা ইংরেজি বলা।

২.নিজে নিজে প্রশ্ন করা ও উওর দেওয়া।

৩.বন্ধুদের সাথে ইংরেজিতে বিতর্ক করা।

৪.গ্রামার ছাড়া ইংরেজি শেখা।

৫.বিভিন্ন বিষয়ে ইংরেজিতে বাক্য গঠন করা।

আমাদের  সর্বশেষ মতন্তব্য,আমরা যদি ইংরেজতে কথা বলতে চাই

তাহলে ইংরেজি শেখার কেীশল নিজেদের তৈরি করতে হবে। আর

কিভাবে এই কেীশল অবলম্বন করতে হবে এ সম্পর্কে যুক্তি ও পথ

দিয়ে থাকি। তাই ইংরেজি শেখার আরও উপায় জানতে আমাদের rent.winstarit.com এর সাথে থাকু।

শুভেচ্ছান্তে

Related posts
Tips

আধুনিক বোরকা কালেকশন ও নতুন বোরকা ডিজাইন ২০২২

বর্তমান সময়ে সব মেয়েরা বোরকা পড়তে…
Read more
General KnowledgeTips

মেয়েদের ইসলামিক নাম (4000+) সকল অক্ষর দিয়ে

মেয়েদের ইসলামিক নাম, অর্থসহ ।মুসলিম…
Read more
Tips

কানের দুলের ডিজাইন | নতুন মডেলের কানের দুলের ডিজাইন ছবি ২০২২

কানের দুলের ডিজাইন কানের দুলের…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *