Outsourcing

অনলাইনে ইনকাম করার ১৫ টি সহজ উপায়

অনলাইনে ইনকাম করার ১৫ টি সহজ উপায়

অনলাইনে ইনকাম করার উপায়: আপনি কি পড়া লেখার পাশাপাশি বাড়তি আয় করতে চান, তাহলে এই পোষ্টি আপনার জন্য অনলাইনে আয় করা পথকে সুগম করে দিবে। বর্তমানে অনলাইনে ইনকাম অনেক মাধ্যম রয়েছে। আপনি চাইলে আপনার চাকরি বা লেখাপড়ার পাশাপাশি অনলাইনে ইনকাম করতে পারবেন।

আমি সকল কিছু নিয়ে কথা বলতে চাইনা। আমি শুধু এটুকোই আলোচনা করব কিভাবে সহজ উপায়ে অনলাইনে ইনকাম করা যায়। আপনি সবটুকু আর্টিকেল পড়লে খুব সহজেই অনলাইনে ইনকাম করতে পারবেন।

এই পোষ্ট ছাত্রছাত্রীদের জন্য খুব উপকারী হবে। স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের থাকে না টাকা পয়সা সে সময় পরিবার থেকে টাকা চাইতেও লজ্জা করে। তাই আপনি চাইলে পড়ালেখার পাশাপাশি অনলাইনে ইনকাম করতে পারবেন।

অনলাইনে ইনকাম সবচেয়ে সহজ উপায়

বর্তামানে অনলাইনের কাজকে মানুষ পেশায় নিযুক্ত করেছে। তাই আজ আমরা অনলাইনে ইনকাম করার সহজ মাধ্যম কে আপনাদের সামনে তুলে দেওয়া চেষ্টা করব। তাহলে চলোন শুরু করা যাক। আপনি সবটুকো আটির্কেল পড়লে আপনি ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবেন।

অনলাইনে ইনকাম করার ১৫ টি সহজ উপায়

১। ব্লগিং করে আয় (Blogging)

অনলাইনে ইনকাম

অনলাইনের কাজের মধ্যে সহজ এবং দ্রুততম সময়ের মধ্যে আয় করার মাধ্যম হচ্ছে  ব্লগিং থেকে ইনকাম। আপনি নিয়মিত ব্লগিং করলে ভাল পরিমান আয় করতে পারবেন।

ব্লগিং করে ইনকাম করার জন্য আপনার যা যা লাগবে তা হল: আপনার ব্যাক্তিগত ওয়েবসাইট বা ডোমেইন নেইম। আপনাকে নিয়মিত কন্টেন পাবলিশ করতে হবে। আপনি গুগোল এডসেন্স বা এফিলিয়েট লিংক দিয়ে আয় করতে পারবেন।

কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করব (How to Create Gmail Account)

২। ইউটিউব (YouTube) থেকে আয়

অনলাইনে ইনকাম

সবচেয়ে অনলাইনের সহজ আয়ের মাধ্যম হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে যে কোন বয়সের লোক খুব সহজেউ আয় করতে পারে। আপনি চাইলে আপনার অন্য কাজের ফাকে ইউটিউব এ অল্প সময় ব্যয় করে ভাল পরিমানের টাকা ইনকাম করতে পারেন। আপনাকে যা করতে হবে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে ভাল মানের ভিডিও আপলোড করত হবে। ভিডিও তৈরি করার জন্য আপনি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করতে পারেন। বিস্তারিত দেখুন

কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন।

আপনার ইউটিউবে কি ধরনের ভিডিউ তৈরি করবেন আগে তা চয়ন করুন। যেমন ধরুন আপনি যদি ভ্রমন প্রিয় লোক হন তাহলে আপনি যা করতে পারবেন। আপনি যেখানেই ভ্রমনে যান না কেন সুন্দর সুন্দর প্রাকৃতিক স্থানে দৃশ্যগুরো আপনার ক্যামেরা বা ফোনে বন্দিকরে এ কাজ করতে পারেন। অথবা আপনি যে বিষয়ে ভাল পারেন সেই বিষয়ে টিওটরয়িাল পাবলিশ করতে পারেন। রান্নার কাজের ভিডিও আপলোড করেউ আপনি ইনকাম করতে পারেন। এমনি আপনি ঘর সাঝানো কাজ করেও আপনি আয় করতে পারেন।

বর্তমানে মোবাইলে ভালমানের ভিডিও করা যায়। তাই আপনাকে যা করতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে।

০৩। এডন্সেস থেকে অনলাইনে ইনকাম।

অনলাইনে ইনকাম

Adsebce হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনের মাধ্যাম। এই বিজ্ঞাপনটি গুগোল নিজেই পরিচালনা করে থাকে। আপনি যদি আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেল ভাল মানের platform এ বা আপনার ব্লগ বা  ইউটিউব এ প্রচুর পরিমানে ভিজিটর আনতে পারেন। তাহলে আপনি খুব সহজেই হাজার হাজার টাকা আয় করতে পারবেন।

আপনার ইউটিউব বা ব্লগে যে বিজ্ঞাপন ব্যবহার করা হয় আপনি প্রতি ক্লিকে ডলার আয় করতে পারেন। অনেকে বলে গুগোল এডসেন্স Approve করাটা নাকি খুব কঠিন কাজ আমি বলছি এটা মোটেও কঠিন কাজ না।

যদি আপনার সাইটে ১৫ – ২০ টি ইউনিক আর্টিকেল পাবলিশ করেন তাহলেই আপনার গুগোল এডসেন্স Approve হবে। আপনি খুব সহজেই ব্লগ ব ইউটিউব থেকে ইনকাম করত পারবেন।

০৪। প্রশ্নের উত্তর দিয়ে আয় করুন

অনলাইনে ইনকাম

আপনার যদি সাধারন জ্ঞনি ভাল হয়ে থাকে তাহলে আপনি প্রশ্নের উত্তর দিয়ে আয় করতে পারবেন। আপনি যদি English, math, physics, biology,ইত্যাদি বিষয়ে দক্ষ হউন। আপনি যদি প্রশ্ন উত্তর প্রদান করে অন্যের সমস্যা সমাধান করে দিতে পারেন তাহলে আয় করতে পারবেন। আপনি যদি সঠিক উত্তর প্রদান করতে পারেন তাহলে আপনার সাথে ভিবিন্ন সাইট জয়েন করার জন্য যোগাযোগ করবে। এ ক্ষেত্রে আপনাকে অনেক চালাকির সাথে কাজ করতে হবে।

০৫। Amazon and Ebay Product sale

অনলাইনে ইনকাম

আমরা সবাই জানি পন্য কেনা বেচার সব চেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল Amazon & Ebay।

এখানে লোকজন তাদের পন্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। আপনার পন্যের মান ভাল হলে ক্রেতারা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি পন্য বিক্রি করে ভাল মানের  বিক্রেতা হতে পারেন। তাহলে আপনি কম দামে পন্য কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন। এর জন্য আপনি যে একজন ভাল মানের বিক্রেতা তার প্রমাণ দিতে হবে।অনলাইনে ইনকাম করার। এর জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সর্ম্পকে জানতে হবে।

ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন

SEO এর কাজ শেখার উপায় কি ? SEO শিখে আয় করুন।

০৬। গ্রাফিকস ডিজাইন

অনলাইনে গ্রাফিকস ডিজাইন এর কাজের ব্যাপক চাহিদা রয়েছে। গ্রাফিকস ডিজাইন কাজটি হল একটি প্রফেশনাল কাজ। আপনি যদি একজন ভাল মানের গ্রাফিকস ডিজাইনার হয়ে থাকে তাহলে আপনি প্রতি মাসে ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। যারা এই বিষয়ে দক্ষ তারা তাদের নিজস্ব ডিজাইন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে দিয়ে থাকে। সেখান থেকে ক্রেতাদের ডিজাইন পছন্দ হলে কিনে নেন। এ ধরনের একটি পন্য অনেক বার বিক্রি হয়। একটি ভাল ডিজাইন থেকে দীর্গদিন যাবত আয় করা যায়। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে ফটোশপ থেকে শুরু করতে পারেন। গ্রাফিকস ডিজাইন অনলাইনে ইনকাম করার স্মার্ট মাধ্যম।

আউটসোর্সিং শেখার উপায় ও আউটসোর্সিং শেখার সহজ নিয়ম

ফ্রিল্যান্সার হওয়ার সহজ উপায় এবং সবচেয়ে বড় সুবিধাগুলো

০৭। Social Media থেকে আয়।

আমরা সবাই জানি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হল Facebook, Twitter, Instagram, Likedin, VK etc এগুলো শুধু মনরন্জন বা বন্ধুদের সাথে যোগাযোগের মাধ্যম নয়। আপনি চাইলে এগুলোকে কাজে লাগিয়ে আয় করতে পারবেন। আপনার ৩- ৪ ফেসবুক পেইজে যদি প্রচুর পরিমানে ফলোয়ার থাকে আপনি খুব সহজেই বিজ্ঞাপন কোম্পানির নিকট থেকে ফেসবুকের মাধ্যমে অঅয় করতে পারবেন।

যে কোন কিছু প্রচারের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক, টুইটার

০৮। এফিলিয়েট মার্কেটিং

অনলাইনে ইনকাম

অনলাইনে অন্যের পন্য বিক্রি করে যে কমিশন পাওয়া যায় তাকে এফিলিয়েট মার্কেটিং বলে। আপনি যদি অনলাইন থেকে ভাল পরিমানের অর্থ উপার্জন করতে চান এবং ধৈর্যশীল মানুষ হয়ে কাজ করে যান। তাহলে আপনি অনলাইন থেকে আনলিমিটেড আয় করতে পারবেন।

উন্নত দেশগুলোর মত আমাদের দেশের মানষও অনলাইনে শপিং করছে। অনলাইন শপিং এর বৃদ্ধির কারন মোবাইল ব্যাংকিং। যার ফলে হাজার হাজার যুবক যুবতি এফিলিয়েট মার্কেটিং করে স্বাবলম্ভি হয়ে গেছে। আপনি যদি অনলাইন থেকে বেশি পরিমানের অর্থ উপার্জন করতে চান তাহলে এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করত পারেন।

এফিলিয়েট মার্কেটিং কি ? নতুনদের জন্য এফিলিয়েট মার্কেটিং সাফল্যের ৭ টি ধাপ

০৯। ছবি বিক্রি করে আয়:

অনলাইনে ইনকাম

যদি আপনার ভাল ছবি তুলার অভ্যাস থাকে বা আপনি যদি একজন ভাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনি অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে পারবেন।

আপনি হয়ত ভাবছেন কি ছবি বিক্রি করব আপনার আশে পাশে স্থান, মানুষ, খাবার, ইত্যাদি সহ সকল জিনিস এর ছবি তুলে অনলাইনে বিক্রি করতে পারবেন।

Shutter stock, ফোটোলিয়া, ইত্যাদির মত আরও বড় বড় সাইট রয়েছ। আপনি ছবি তুলে সেই সাইটে ছবি জমা দিতে পারেন। যখনই কোন গ্রাহক আপনার ছবি কিনবে আপনি আপনার ছবির দাম পেয়ে যাবেন।

১০. জরিপ থেকে অর্থ আয়

আপনি যে কোনও সংস্থা বা ব্র্যান্ডের পণ্যগুলিতে 5 থেকে 30 মিনিটের জরিপ করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন। অনলাইন সমীক্ষা করে আপনি উপরের যে কোনও উপায় থেকে আরও উপার্জন করতে পারবেন।

জরিপ পরিচালনা করার জন্য আপনাকে পণ্য বা পরিষেবা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে হবে। জরিপ বা জরিপের ক্ষেত্রে আপনাকে প্রশ্ন থেকে নিজের পছন্দ অনুযায়ী উত্তরটি নির্বাচন করতে হবে, অতিরিক্ত কিছু লেখার দরকার নেই। সমীক্ষার দৈর্ঘ্য, আপনার প্রোফাইলের উপর নির্ভর করে, আপনি প্রতিটি সমীক্ষার জন্য 1 ডলার থেকে 20 ডলার উপার্জন করতে পারেন।

১১. বিজ্ঞাপন থেকে আয়

অনলাইন বিজ্ঞাপন দেখে অর্থ উপার্জন করা সম্ভব, এটি সম্পর্কে অনেকেরই ধারণা নেই। ইন্টারনেটে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা এত বেশি যে অবাক হওয়ার মতো। এটি বলা ছাড়াই যায় যে বর্তমানে বেশ কয়েকটি সংস্থা রয়েছে যা ইন্টারনেটে বিজ্ঞাপন দেয় না।

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলি এই সংস্থাগুলিকে জনসাধারণের কাছে তাদের বিজ্ঞাপনগুলি দেখানোর জন্য চুক্তিবদ্ধ করেছে এবং তারপরে যারা এই বিজ্ঞাপনগুলি দেখতে তাদের লভ্যাংশ থেকে বিজ্ঞাপনগুলি দেখছেন তাদের কিছু অর্থ প্রদান করে।

12. ই-কমার্স সাইট থেকে আয়

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে লোকেরা অনলাইন শপিংয়ের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছে। ফলস্বরূপ, বিপুল সংখ্যক ব্যবসায়িক ই-কমার্স সাইট বা অনলাইন মার্কেটপ্লেসে সফল হচ্ছে। আপনি যদি চান তবে আপনি নিজের বা বন্ধুদের সাথে নিজের ই-বাণিজ্য সাইটটি শুরু করতে পারেন। বর্তমানে ই-কমার্স সাইটের মাধ্যমে আয় করার প্রবণতা বিশাল হারে বাড়ছে।

আপনি যদি ই-কমার্স সাইটে সফল হতে চান তবে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আপনার পাশের পণ্যগুলির সাথে কাজ করুন যা এখনও অনলাইনে সাধারণত পাওয়া যায় না। প্রতিদ্বন্দ্বী বাজারের তুলনায় কিছুটা কম দামে লোকের দোরগোড়ায় ভাল মানের পণ্য সরবরাহ করুন। বিশ্বাস করুন বা না করুন এটি করা আপনার পক্ষে যতটা সহজ মনে হয় তার চেয়ে করা সহজ, আপনাকে কেবল ধৈর্য সহকারে শুরু করতে হবে এবং এগিয়ে যেতে হবে।

13. Data entry করে অনলাইনে ইনকাম

One of the easiest tasks online is data entry. In this case, however, the income is very low. However, such work is now very rare due to automation. Those who have computer, internet and high speed typing skills can do such work. Most freelancing sites have this type of work. However, those who have skills in any job, they can get the job easily and increase the income quickly.

Online income by data entry

14. PTC

There are many websites online that pay for clicks on ads. Such sites are called PTC sites. Registration is required before the project starts. However, keep in mind that most PTC sites are fake. So before work, you have to make sure that it is the actual site. Many times you can earn with the reference of friendship.

15. Upwork

Coming now is the marketplace for you if you work but don’t invest. There are a lot of online marketplaces out there where you can make money by working but I will not discuss all of them I will discuss two popular marketplaces which are Upwork and Freelancer.

অনলাইনে ইনকাম

Related posts
OutsourcingTutorial

ফ্রি Full Stack Digital Marketing কোর্স + Live Project এ Practice করার সুযোগ।

এই কোর্সটি অন্য সকল ফ্রি কোর্সের মতো…
Read more
Outsourcing

Ways to how YouTube makes money

How YouTube makes money ? how to make money with youtube ? how to monetize youtube YouTube…
Read more
Outsourcing

এফিলিয়েট মার্কেটিং কি ? নতুনদের জন্য এফিলিয়েট মার্কেটিং সাফল্যের ৭ টি ধাপ

নতুনদের জন্য এফিলিয়েট মার্কেটিং কি…
Read more
Newsletter
Become a Trendsetter

Sign up for Davenport’s Daily Digest and get the best of Davenport, tailored for you.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *